
দুরন্ত ছন্দে রয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। আর লস ব্ল্যাঙ্কোসদের হয়ে চূড়ান্ত ফর্মে ক্লাবটির ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা। গত ১০ মার্চ উয়েফা চ্যাম্পিয়নস লীগের নক আউট পর্বের ম্যাচে করিম বেনজেমার হ্যাটট্রিকে তারকা খচিত পিএসজিকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে রিয়াল। গত রাতে ফের একবার রিয়ালের হয়ে গোল উৎসবে মাতলেন বেঞ্জু। স্প্যানিশ লা লিগায় মায়োর্কার বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। মায়োর্কার ঘরের মাঠে ভিনিসিয়াস-বেনজেমার নৈপুণ্যে ৩-১ গোলে জয় নিয়ে ফিরেছে টেবিল টপাররা।
পালমাতে সোমবার দিবাগত রাতে শুরু থেকেই নিজেদের জাত চেনাতে থাকেন কার্লো আনচেলত্তির ছাত্ররা। প্রথমার্ধে কোনো গোল না এলেও একের পর এক আক্রমণে মায়োর্কাকে নাজেহাল করতে থাকে ব্ল্যাঙ্কোসরা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে প্রথম গোলের মুখ খোলে রিয়াল। করিম বেনজেমার বাড়ানো ক্রস থেকে মায়োর্কার জালে বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র।
ভিনিসিয়াসের গোলে এগিয়ে যাওয়ার পর ৭৭ মিনিটে আবার পেনাল্টি উপহার পেয়ে যায় রিয়াল। স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি আনচেলত্তির 'নম্বর নাইন' বেনজেমা। এরপর ৮২ মিনিটের মাথায় শেষ গোলটি করে রিয়ালকে বড় জয় এনে দেন বেনজেমা।
এই জয়ের সাথেই শীর্ষস্থান আরও মজবুত করে ফেলেছেন আনচেলত্তির দল। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়াকে দশ পয়েন্টের লীড দিয়েছে তারা। ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৬ এবং সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫৬। ২৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে মায়োর্কা রয়েছে ১৬ নম্বরে।
স্প্যানিশ লা লিগায় টেবিল টপার রিয়ালের জয়ের রাতে ইপিএলের টেবিল টপার ম্যানচেস্টার সিটি পয়েন্ট খুইয়ে ধাক্কা খেলো। চলতি মরশুমে দ্বিতীয়বারের মতো ক্রিস্টাল প্যালেসের কাছে পয়েন্ট খোয়াল সিটি। দ্বিতীয়বারের মতো ডি ব্রুইনাদের বিরুদ্ধে ক্লিনশিট রাখল প্যাট্রিক ভিয়েরার দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন