লা লিগায় রিয়াল, অ্যাটলেটিকোর জয়ের রাতে ইপিএলে জিতলো ম্যান সিটি, লিগ ওয়ানে জয় পিএসজি-রও

ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের এভারটনকে হারাতে বেশ কষ্ট করতে হয়েছে পেপ গার্দিওলাদের। শেষ মুহূর্তে টেবিল টপার সিটির হয়ে জয়সূচক গোলটি করেন ইংলিশ তারকা ফিল ফোডেন।
ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটিছবি ম্যানচেস্টার সিটি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক সেই বেনজেমাই। রায়ে ভালেকানোকে ১-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান বেশ মজবুত করলো রিয়াল। সেইসঙ্গে গতরাতে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় চতুর্থ স্থান দখল করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। একইদিনে ইপিএলে এভারটনকে হারিয়েছে টেবিল টপার ম্যানচেস্টার সিটি এবং লিগ ওয়ানে পিএসজি হারিয়েছে সেন্ট এতিয়েনকে।

স্প্যানিশ লা লিগায় ভালেকানোর বিপক্ষে প্রথমার্ধের ৪০ মিনিটে ক্যাসিমিরো গোল করেন। তবে সেই গোল বাতিল করে রেফারি। এরপর গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও রিয়াল সুযোগ কাজে লাগাতে পারছিলো না। অবশেষে ম্যাচের ৮৩ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন করিম বেনজেমা। ফরাসী মহাতারকার একমাত্র গোলেই তিন পয়েন্ট অর্জন করে টেবিল টপাররা।

লা লিগার অন্য ম্যাচে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে দিয়েগো সিমিওনেরা সেল্টাকে কোনোরকম সুযোগই দেননি গোল করার। অ্যাটলেটিকোর হয়ে দুটি গোলই করেছেন রেনান লোদি। প্রথমার্ধের ৩৬ মিনিটে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন অ্যাটলেটিকোর ২৩ বর্ষীয় ব্রাজিলিয়ান ডিফেন্ডার লোদি।

অন্যদিকে প্রিমিয়ার লীগে টেবিল টপার ম্যানচেস্টার সিটি আরও একটি জয় নিজেদের নামে করে নিলো। ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের এভারটনকে হারাতে বেশ কষ্ট করতে হয়েছে পেপ গার্দিওলাদের। ৮২ মিনিটে টেবিল টপার সিটির হয়ে জয়সূচক গোলটি করেন ইংলিশ তারকা ফিল ফোডেন। শেষ মুহূর্তে এসে ফোডেনের একমাত্র গোলেই তিন পয়েন্ট অর্জন করেন স্কাই ব্লুজরা। সাথে সাথেই লিভারপুলকে ৬ পয়েন্টের লীড দিয়ে ৬৬ পয়েন্টের সাথে শীর্ষস্থান দখল করে রাখলো গার্দিওলার দল।

ফরাসী লীগে সেন্ট এতিয়েনকে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে পিএসজি। ৪২ মিনিটে ও ৪৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ৫২ মিনিটে দানিয়েল পেরেইরার গোলে এতিয়েনকে ৩-১ গোলে হারায় পচেত্তিনোরা।

ম্যানচেস্টার সিটি
ISL 2021-22: লাতিন আমেরিকার দুই ফুটবলারের গোলে চেন্নাইয়ান এফসিকে হারালো কেরালা ব্লাস্টার্স

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in