La Liga: ওসাসুনার বিরুদ্ধে ড্র, ফের আটকে গেল বার্সেলোনা

চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে। সেই দুঃস্বপ্নকে পেছনে ফেলে স্প্যানিশ লা লিগায় জয়ের লক্ষ্যে নামা জাভির দল ফের একবার মুখ থুবড়ে পড়লো।
বার্সেলোনা বনাম ওসাসুনা
বার্সেলোনা বনাম ওসাসুনাছবি বার্সেলোনা এফসি-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে। সেই দুঃস্বপ্নকে পেছনে ফেলে স্প্যানিশ লা লিগায় জয়ের লক্ষ্যে নামা জাভির দল ফের একবার মুখ থুবড়ে পড়লো। দুই অর্ধে এগিয়ে থেকেও ওসাসুনার বিপক্ষে কাঙ্খিত জয় আসেনি বার্সার। ম্যাচ শেষ হয়েছে ২-২ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে। পয়েন্ট খুইয়ে লীগ টেবিলের অষ্টম স্থানে জাভি হার্নান্দেজের দল।

ওসাসুনার ঘরের মাঠ এস্তাদিও এল সাদারে প্রথম ১৫ মিনিটের মধ্যেই দুই পক্ষ গোলের দেখা পায়। ১২ মিনিটে গাভির বাড়ানো পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন নিকোলাস গঞ্জালেজ। বার্সা লীড দেওয়ার ঠিক দু মিনিট বাদেই জন মনকায়লোর পাস থেকে গোল করে ওসাসুনাকে সমতা এনে দেন ডেভিড গার্সিয়া। প্রথমার্ধের শেষে দুই দলের স্কোরলাইন থাকে ১-১।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর সাথে সাথেই আবদে ইজ্জালজৌলির গোলে আরও একবার এগিয়ে যায় বার্সেলোনা। ৮৫ মিনিট পর্যন্ত কাতালান ক্লাবটি এই লীড ধরে রাখতে সক্ষম হলেও ৮৬ মিনিটে জাভিদের হতাশা এনে দিয়ে ওসাসুনাকে সমতা এনে দেন ২৭ বর্ষীয় আর্জেন্টাইন ফরোয়ার্ড চিমাই আভিলা।শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে সমতার মাধ্যমে শেষ হয় এই ম্যাচ।

পয়েন্ট খুইয়ে লীগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে বার্সেলোনা। ১৬ ম্যাচের শেষে কাতালান ক্লাবটির পয়েন্ট ২৪। সের্জিও বুসকেটসরা ৬ টি ম্যাচ জিতেছেন, ৬ টি ড্র করেছেন এবং ৪ টিতে হেরেছেন। ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে ওসাসুনা। বার্সার চির প্রতিদ্বন্দ্বি রিয়েল মাদ্রিদ রয়েছে লীগ টেবিলের শীর্ষে। ১৬ ম্যাচের শেষে ৩৯ পয়েন্ট অর্জন করেছে লস ব্ল্যাঙ্কোসরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in