Champions League: বায়ার্নের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় বার্সেলোনার

বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরে দীর্ঘ ২০ বছর পরে চ্যাম্পিয়নস লীগের নক আউট পর্বে জায়গা করে নিতে পারলো না বার্সেলোনা। জাভিদের সামনে এখন ইউরোপা লীগ জয়ের লড়াই।
Champions League: বায়ার্নের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় বার্সেলোনার
ছবি বায়ার্ন মিউনিখের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

দুঃস্বপ্নের রাতে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো বার্সেলোনাকে। বুধবার আলিয়াঞ্জ এরিনাতে যা কিছু হারানোর সবটুকুই হারিয়ে এসেছে কাতালান ক্লাবটি। বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরে দীর্ঘ ২০ বছর পরে চ্যাম্পিয়নস লীগের নক আউট পর্বে জায়গা করে নিতে পারলো না বার্সেলোনা। জাভিদের সামনে এখন ইউরোপা লীগ জয়ের লড়াই।

নক আউট পর্বে জায়গা করে নেওয়ার জন্য বার্সেলোনার জয়ই যথেষ্ট ছিলো। তবে বায়ার্নের ঘরের মাঠে জেতার জন্য কোনো লড়াই কার্যত চোখেই পড়লো না। নিজেদের চেনা ফুটবল খেলে জাভি হার্নান্দেজের দলকে নিয়ে ছেলে খেলা করে জয় তুলে নিয়েছে বায়ার্ন। স্কোরলাইন অবশ্য আরও বাড়তে পারতো। তবে বার্সেলোনাকে ৩ গোলই হজম করিয়েছে বায়ার্ন।

বায়ার্নের হয়ে গোলের মুখটা খোলেন টমাস মূলার। ৩৪ মিনিটে রবার্ট লেভনডস্কির পাস থেকে বার্সার জালে বল জড়িয়ে দেন এই জার্মান মিডফিল্ডার। ৪৩ মিনিটে কিংসলে কোম্যানের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে বার্সা শিবিরে শেষ আঘতটি হানেন জামিয়াল মুসিয়ালা।

চ্যাম্পিয়নস লীগের গ্রুপ ই থেকে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে বায়ার্ন এবং বেনফিকা। গতরাতে ডায়নামো কিয়েভকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে পৌঁছায় বেনফিকা। ৬ ম্যাচে রানার আপ বেনফিকার পয়েন্ট ৮। অন্যদিকে গ্রুপ পর্বে ৬ ম্যাচের ৬ টি'তেই জয় অর্জন করে গ্রুপ চ্যাম্পিয়ন বায়ার্নমিউনিখ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in