La Liga: তিন মরশুম পর ফের স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

২০২১ সালে বার্সার ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। সেই সময় পয়েন্ট তালিকার নবম স্থানে ছিল বার্সা। সেখান থেকে গত মরশুমে ২য় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। এবার চ্যাম্পিয়ন।
লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাছবি - বার্সেলোনা ফেসবুক পেজ

তিন মরশুম পর ফের স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। গতকাল এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেললো কাতালান জায়ান্টরা। লা লিগার ইতিহাসে ২৭ তম স্প্যানিশ লীগ জিতলো বার্সা। জাভি হার্নান্দেজ জিতলেন তাঁর নবম লা লিগা টাইটেল। বার্সার ম্যানেজার হিসেবে এটি তাঁর প্রথম লা লিগা জয়।

২০২১ সালে বার্সার ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন ক্লাব কিংবদন্তী জাভি হার্নান্দেজ। সেই সময় পয়েন্ট তালিকার নবম স্থানে ছিল বার্সা। সেখান থেকে গত মরশুমে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। এবার হলো চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদের পয়েন্ট যেখানে ৩৪ ম্যাচে ৭১, বার্সার পয়েন্ট ৮৫।

১৯৪৮-৪৯ সালে শেষ দিনে এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা। সেই দলকে হারিয়ে এবার ২৭ তম লা লিগা চ্যাম্পিয়ন হলো তারা। এস্পানিওলের মাঠে রবিবার রাতে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন পোলিশ তারকা রবার্ট লেভনডস্কি। এই ম্যাচে বার্সার অন্য দুই গোলদাতা আলেহান্দ্রো বালদে ও জুল কুন্দে।

গতকাল ম্যাচের প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। ১১ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন লেভনডস্কি। এই গোলের ৯ মিনিট পর বালদের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। প্রথমার্ধ শেষের আগে কাতালান ক্লাবটি ৩-০ গোলে এগিয়ে যায় লেভার গোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর অল্প সময়ের মধ্যে ফের গোল উৎসবে মাতে বার্সা। ৫৩ মিনিটের মাথায় ডি ইয়ং-এর ক্রস থেকে গোল করেন জুল কুন্দে। এরপর এস্পানিওল দুটি গোল করলেও জয় পেতে অসুবিধা হয়নি জাভি বাহিনীর।

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
Serie A: নেপলসে ফিরলো মারাদোনার স্মৃতি, দীর্ঘ ৩৩ বছর পর ইতালির লীগ চ্যাম্পিয়ন নাপোলি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in