

বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার ফারভিজ মেহরুফ। কোহলিকে সর্বকালের সেরা বললেন তিনি।
রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ভারত। এই ম্যাচে রানের পাহাড় গড়েন বিরাট কোহলি। ১৬৬ রানে অপরাজিত থাকেন। বিরাট কোহলির খেলায় মুগ্ধ হয়ে মেহেরুফ বলেন, '২০২৩ সালের জন্য যেন অসাধারণ একটা স্ক্রিপ্ট লেখা রয়েছে। চলতি বছরেই ভারতের ঘরের মাঠে বিশ্বকাপ। ২০১১ সালে ভারত যখন বিশ্বকাপ জেতে তিনি (বিরাট কোহলি) ওই দলের সদস্য ছিলেন। নিজের ফর্ম বজায় রাখলে আসন্ন বিশ্বকাপও তাঁর হাতে উঠবে এ আর বলার অপেক্ষা রাখে না'।
মেহেরুফ আরও বলেন, 'যেভাবে নিজের ইনিংসকে তিনি এগিয়ে নিয়ে যান, যেভাবে পরিস্থিতি বুঝে বোলারদের ওপর আক্রমণ করেন, আমি মনে করি বিশ্বে এত ভালোভাবে এই কাজ অন্য কেউ করতে পারে না। আমার কাছে যদি ফুটবলে সর্বকালের সেরা প্লেয়ার মেসি হন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা হচ্ছেন বিরাট কোহলি'।
গতকাল প্রথম দিকটা ধীরগতিতে শুরু হলেও পরে শুবমান গিল ও রোহিত শর্মার দৌলতে বড় রানের লক্ষ্যেই এগোচ্ছিল ভারত। ম্যাচের ১৬ তম ওভারে করুণারত্নের বলে ক্যাচ আউট হন রোহিত শর্মা। এরপর কোহলি এবং গিল দারুন ছন্দে খেলতে থাকেন। গিল ফেরেন ১১৬ রান করে। কোহলি থাকেন ১৬৬ নট আউট। পরে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২২ ওভারে মাত্র ৭৩ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে ৪টি উইকেট নেনে মহম্মদ সিরাজ। ২টি করে উইকেট পান কুলদীপ যাদব ও মহম্মদ শামী। ৩১৭ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক ODI-তে সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড গড়লেন রোহিত শর্মারা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন