ISL 2023-24: দক্ষিণের মহাযুদ্ধ দিয়ে দশম ISL-র উদ্বোধন, পরিসংখ্যানে এগিয়ে বেঙ্গালুরু নাকি কেরালা?

People's Reporter: দক্ষিণ ভারতের এই দুই জায়ান্ট মুখোমুখি হয়েছে ১৫ বার। তাতে বেঙ্গালুরু জিতেছে ৮ বার এবং কেরালা ব্লাস্টার্স জিতেছে ৩ বার। ৪ বার ম্যাচ ড্র হয়েছে।
প্রথম ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু ও কেরালা
প্রথম ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু ও কেরালাছবি - ইন্ডিয়ান সুপার লিগের ফেসবুক পেজ

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের দশম সংস্করণের প্রথম ম্যাচ। কেরালা ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের আইএসএলের। তার আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানে এগিয়ে কোন দল।

কেরালা ব্লাস্টার্স এফসি আইএসএলের প্রথম সংস্করণ থেকেই খেলছে। বেঙ্গালুরু এফসি ভারতের এক নম্বর ফুটবল লিগে পা রাখে ২০১৭ সালে। পরে এলেও পরিসংখ্যানে কেরালার থেকে এগিয়ে তারা। দক্ষিণ ভারতের এই দুই জায়ান্ট মুখোমুখি হয়েছে ১৫ বার। তাতে বেঙ্গালুরু জিতেছে ৮ বার এবং কেরালা ব্লাস্টার্স জিতেছে ৩ বার। ৪ বার ম্যাচ ড্র হয়েছে।

২০১৭ সালে প্রথম মুখোমুখি হয় দুই দল। তাতে বেঙ্গালুরু জেতে ৩-১ ব্যবধানে। গত আইএসএলে তিন বার মুখোমুখি হয়েছিল দুই প্রতিপক্ষ। প্রথমটিতে ঘরের মাঠে ৩-২ গোলে জেতে কেরালা। বাকি দুটি হয় বেঙ্গালুরুর ঘরে মাঠে। দুটি ম্যাচেই ১-০ ব্যবধানে জেতে বেঙ্গালুরু এফসি।

বেঙ্গালুরু এফসির প্রথম একাদশ -

গুরপ্রীত, রোশন, জোভানোভিচ, দামজানোভিচ, জেসেল, ভুটিয়া, রোহিত, সুরেশ, কেঝিয়া, উইলিয়ামস এবং শিবাশক্তি। পরিবর্ত প্লেয়ার হিসেবে রয়েছেন অমৃত, পারাগ, রবিন, শঙ্কর, হাভি, কার্টিস এবং মনিরুল।

কেরালা ব্লাস্টার্সের প্রথম একাদশ -

শচীন, প্রবীর, প্রীতম, মিলস, আইবান, দাইসুকে, জিকসন, ড্যানিশ, আইমেন, লুনা এবং পেপরাহ। পরিবর্ত হিসেবে রয়েছেন, করণজিৎ, সন্দীপ, হর্মিপাম, ফ্রেডি ভিবিন, বিদ্যাসাগর, আজহার এবং নাওচা নিহাল।

প্রথম ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু ও কেরালা
Asian Games 2023: ভরসার নাম সুনীল! বাংলাদেশকে ১-০ গোলে হারালো ভারত
প্রথম ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু ও কেরালা
Asian Games 2023: শুরুতেই চমক ভলিবলে! ২০১৮ এশিয়ান গেমসের রুপোজয়ী কোরিয়াকে হারালো ভারত

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in