Kelvin Kiptum: পথ দুর্ঘটনায় মৃত বিশ্ব রেকর্ডধারী ম্যারাথন দৌড়বিদ কেলভিন কিপটাম, মৃত্যু কোচেরও

People's Reporter: ২৪ বছর বয়সী বিশ্ব চ্যাম্পিয়ন টয়োটা প্রেমিও গাড়ি চালাচ্ছিলেন। গাড়িতে ছিলেন তাঁর কোচ ও এক মহিলা। রাস্তাতেই অন্য গাড়ির সঙ্গে গুরুতর সংঘর্ষ ঘটে কেলভিনের। রাত ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃত অ্যাথলেট কেলভিন কিপটাম
দুর্ঘটনায় মৃত অ্যাথলেট কেলভিন কিপটামফাইল ছবি - ন্যান্থি ডি তালানি-র এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

পথ দুর্ঘটনায় মৃত্যু হল ম্যারাথন দৌড়ের বিশ্ব চ্যাম্পিয়ন কেলভিন কিপটাম-এর। দুর্ঘটনায় একইসঙ্গে প্রাণ হারিয়েছেন তাঁর কোচ গারভেইস হাকিজিমানার। রবিবার রাতে কেনিয়ার এলডোরেটের রিফট ভ্যালি টাউনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কেনিয়া পুলিশ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেনিয়ার ক্রীড়ামন্ত্রী আবাবু নামওয়াম্বা।

জানা গেছে, ২৪ বছর বয়সী বিশ্ব চ্যাম্পিয়ন একটি টয়োটা প্রেমিও গাড়ি চালাচ্ছিলেন। ওই গাড়িতেই ছিলেন তাঁর কোচ ও অন্য এক মহিলা। রাস্তাতেই অন্য গাড়ির সঙ্গে গুরুতর সংঘর্ষ ঘটে কেলভিনের। রাত ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

গত বছরের অক্টোবর মাসে চিকাগো ম্যারাথন-এ অংশ নিয়ে বিশ্ব রেকর্ড করেন কিপটাম। তিনি ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডে ৪২ কিলোমিটার বা ২৬.২ মাইলের এই দৌড় শেষ করেন। ম্যারাথনে অংশ নেবার আগে কিপটাম স্বল্প দৈর্ঘ্যর দূরত্বের দৌড়ে অংশ নিতেন। মাত্র একবছর আগেই তিনি ম্যারাথনে অংশ নিতে শুরু করেন। আসন্ন প্যারিস অলিম্পিকের জন্য তিনি কেনিয়ার অলিম্পিক অ্যাথলিট দলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

ওই দুর্ঘটনায় মৃত কিপটামের কোচ, ৩৬ বছর বয়সী হাকিজিমানা রোয়ান্ডার এক প্রাক্তন অ্যাথলীট। যিনি স্বল্প দৈর্ঘ্যের ম্যারাথন বা হাফ ম্যারাথনে অংশ নিতেন।

পুলিশ জানিয়েছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টো দিকের রাস্তায় চলে আসেন এবং একটি গাছে ধাক্কা মারেন। জোরে ধাক্কায় গাড়িটি পুরো দুমড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাথলেট ও তাঁর কোচের। ঘটনার সময় গাড়িতে থাকা মহিলা গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

২০১৮ সালে প্রথম কোনও প্রতিযোগিতায় অংশ নেন কিপটাম। সেইসময় তাঁর কাছে জুতো কেনার পয়সা না থাকায় তিনি অন্যের জুতো নিয়ে দৌড়ে অংশ নেন।

দুর্ঘটনায় মৃত অ্যাথলেট কেলভিন কিপটাম
Olympics 24: ব্রাজিলের বিদায়, ২৪ অলিম্পিকে দেখা যেতে পারে মেসিকে! জল্পনা উস্কে দিলেন প্রাক্তন সতীর্থ
দুর্ঘটনায় মৃত অ্যাথলেট কেলভিন কিপটাম
Ranji Trophy: পরের মরসুমে রঞ্জি ট্রফি তুলে দেওয়ার প্রস্তাব মনোজ তিওয়ারির!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in