

৮৩'র বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবকে ফাইনাল ম্যাচের দিন আমন্ত্রণই জানায়নি বিসিসিআই! জনপ্রিয় এক সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন কপিল দেব নিজেই। কিছুটা আক্ষেপের সুরেই তিনি বলেন, ব্যস্ততার কারণে হয়তো নিমন্ত্রণ করতে ভুলে গেছে।
আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে ভারতের সব বিশ্বকাপ খেলা অধিনায়কের উপস্থিত থাকার কথা ছিল। সকলকেই নাকি বিসিসিআই-র তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু মাঠে কপিল দেবকে দেখা যায়নি। যে প্রসঙ্গে তিনি বলেন, 'আপনারা (সংবাদমাধ্যম) আমন্ত্রণ জানিয়েছেন তাই এখানে এসেছি। ওখানে (স্টেডিয়ামে) আমন্ত্রণ জানালে ওখানে যেতাম'।
তিনি আরও বলেন, 'শুধু আমাকে নয়। ৮৩ বিশ্বকাপ জয়ী সকল সদস্যকে আমন্ত্রণ জানালে বেশি খুশী হতাম। তবে এত কাজ হচ্ছে, এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, প্রচুর দায়িত্ব। ফলে অনেক সময় হয় যে ভুলে গেছে'।
এখানেই ভারতীয় সমর্থকদের একাংশের প্রশ্ন, ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল। অথচ বিশ্বকাপ জয়ী অধিনায়কের কথা ভুলে যাবে ম্যানেজমেন্ট! এই ধরণের কাজ মেনে নেওয়া যায় না। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, বিসিসিআই-র লজ্জা হওয়া উচিত। আমাদের আসল হিরোদের ভুলে যাওয়া উচিত নয়।
অন্যদিকে, ২০০৩ বিশ্বকাপ ফাইনালের বদলা ২০২৩ বিশ্বকাপে অধরাই থেকে গেলো ভারতের কাছে। ষষ্ঠবার বিশ্বসেরার তকমা পেল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ২৪০ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে খুব সহজেই ২৪১ রান করে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়েছেন ট্রাভিস হেড। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন বিরাট কোহলি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন