Kapil Dev: বড়ো নামের পেছনে না ছুটে BCCI-এর উচিৎ নতুনদের সুযোগ দেওয়া - কপিলদেব

অন্য দলের খেলার ফলাফলের ভিত্তিতে নয়, বর্তমান টি-২০ বিশ্বকাপে ভারত যদি নিজেদের পারফরমেন্সের ভিত্তিতে এগোতে পারে তাহলে তিনি খুশি হবেন। একথা জানিয়েছেন প্রবাদপ্রতিম প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা কপিলদেব।
Kapil Dev: বড়ো নামের পেছনে না ছুটে BCCI-এর উচিৎ নতুনদের সুযোগ দেওয়া - কপিলদেব
কপিলদেব ফাইল ছবি দ্য ট্রিবিউন-এর সৌজন্যে

অন্য দলের খেলার ফলাফলের ভিত্তিতে নয়, বর্তমান টি-২০ বিশ্বকাপে ভারত যদি নিজেদের পারফরমেন্সের ভিত্তিতে এগোতে পারে তাহলে তিনি খুশি হবেন। একথা জানিয়েছেন প্রবাদপ্রতিম প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা কপিলদেব।

এখনও পর্যন্ত সুপার ১২-এর দুটি ম্যাচেই পরাজিত হয়েছে বিরাট কোহলীর নেতৃত্বাধীন ভারতীয় দল। যদি বাকি তিন ম্যাচে ভারতীয় দল জেতেও সেক্ষেত্রে নেট রান রেটের ওপর অনেককিছুই নির্ভর করবে। এমনকি অন্য দলের খেলার ফলাফলের ওপরেও নির্ভর করবে এই সমীকরণ। আজ ৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল।

বুধবার এবিপি নিউজকে কপিলদেব জানিয়েছেন, যদি অন্য টিমের খেলার ফলাফলের ভিত্তিতে আমরা সেমিফাইনালে যাই তা ভারতীয় ক্রিকেটের পক্ষে ভালো হবেনা। যদি আমরা বিশ্বকাপ জিততে চাই বা সেমিফাইনালে যেতে চাই সেক্ষেত্রে তা নিজেদের শক্তিতে যাওয়া উচিৎ। অন্য টিমের ওপর নির্ভর করা উচিৎ নয়।

কপিলদেব আরও বলেন, বিসিসিআই-এর উচিৎ দলের সিনিয়রদের সম্পর্কে এখনই কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া। তিনি বলেন, আমার মনে হয় নির্বাচকদের বড়ো নাম এবং বড়ো খেলোয়াড়দের বিষয়ে ভাবা উচিৎ। যাঁদের পারফরমেন্স নেই তাঁদের বাদ দেওয়ার পক্ষেও সওয়াল করেন কপিলদেব।

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপ প্রতিযোগিতায় কার্যত ধুঁকছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে সুপার ১২-এ আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে আগামী ৪ নভেম্বর মাঠে নামবে ভারত।

কপিলদেব বলেন, বিসিসিআই নির্বাচকদের উচিৎ যেসব নতুন খেলোয়াড়রা আইপিএল-এ ভালো খেলেছে তাঁদের তুলে আনা। এটাই তাঁদের সুযোগ দেবার উপযুক্ত সময় নয় কি? আমরা কীভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করব? যদি তাঁরা হেরেও যায় তাহলেও কোনো ক্ষতি নেই কারণ তাঁদের অভিজ্ঞতা বাড়বে। কিন্তু যদি বড়ো বড়ো খেলোয়াড়রা পারফর্ম করতে না পারে এবং এত খারাপ ক্রিকেট খেলে সেখানে সমালোচনা ধেয়ে আসবে। বিসিসিআই-এর নতুনদের সুযোগ দেবার বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবা উচিৎ বলেও তিনি জানান।

- with IANS inputs

কপিলদেব
T20 WC 21: টানা ছ'মাস খেললে ক্লান্তি আসবেই - ব্যর্থতার দায় কার্যত IPL-এর ঘাড়েই চাপালেন বুমরাহ

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in