Cricket World Cup 2023: বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাওয়া যাবে না এই তারকা অধিনায়ককে!

People's Reporter: আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। হাঁটুর চোটের কারণে সেই ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না কেন উইলিয়ামসনকে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল চিত্র

বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা কিউই শিবিরে। চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না কেন উইলিয়ামসন।

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। হাঁটুর চোটের কারণে সেই ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না কেন উইলিয়ামসনকে। নিউজিল্যান্ডের কোচ জানান, "উইলিয়ামসনকে বিশ্বকাপে খেলানোর জন্যই তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আমরা চাই ও সুস্থ হয়ে ম্যাচ খেলুক। তাতে প্রথম ম্যাচে ও না খেললেও অসুবিধা নেই। থাকলে অবশ্যই শক্তিবৃদ্ধি হতো। প্রতিদিন ওকে নজরে রাখা হচ্ছে। এখনও রিহ্যাব চলছে। তাই অযথা কেনের উপর চাপ বাড়াতে চাই না"

নিউজিল্যান্ড সূত্রে খবর, বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলার নিশ্চয়তা না থাকলেও দুটি প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে উইলিয়ামসনকে। বিশ্বকাপের প্রথম ম্যাচে কেন না খেললে তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন টম লাথাম।

প্রসঙ্গত, আইপিএলে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। যে কারণে প্রথম ম্যাচের পরেই আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন কিউই তারকা। তাঁর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। যদিও হার মানতে নারাজ ছিলেন কেন উইলিয়ামসন। তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপে খেলার জন্য সবরকম চেষ্টা করবো। সেই জন্যই ধাপে ধাপে সুস্থ হয়ে ওঠা প্রয়োজন।

ছবি প্রতীকী
Asian Games 2023: লড়াই করেও স্বপ্নভঙ্গ! শেষ ১৬-তে সৌদির কাছে হার ভারতের
ছবি প্রতীকী
Asian Games 2023: দলগত বিভাগের পর ব্যক্তিগত বিভাগ, প্রথম ভারতীয় হিসেবে পদক জয় বাংলার ছেলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in