এক সপ্তাহ মাঠের বাইরে জস বাটলার
এক সপ্তাহ মাঠের বাইরে জস বাটলারছবি - রাজস্থান রয়্যালসের ফেসবুক পেজ

IPL 2023: দিল্লির বিরুদ্ধে নামার আগে ধাক্কা রাজস্থানের, এক সপ্তাহ মাঠের বাইরে দলের প্রধান তারকা

রাজস্থানের প্রধান অস্ত্র জস বাটলার খেলতে পারবেন না এই ম্যাচ। আগামী এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে ইংলিশ উইকেটকিপারকে।

শনিবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচের আগে বড় ধাক্কা খেলো সঞ্জু স্যামসনের দল। রাজস্থানের প্রধান অস্ত্র জস বাটলার খেলতে পারবেন না এই ম্যাচ। আগামী এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে ইংলিশ উইকেটকিপারকে।

বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান বাটলার। শেষ ওভারে জেশন হোল্ডারের বলে শাহরুখ খানের ক্যাচ নিতে গিয়ে চোট পান তিনি। আঙুলে দু’টি সেলাই করা হয়। আইপিএলে পাঁচটি শতরানের মালিক বাটলার আপাতত এক সপ্তাহ মাঠের বাইরে থাকছেন। আজকের ম্যাচে তাঁর খেলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ১২ এপ্রিল চেন্নাই সুপার কিংস এবং ১৬ এপ্রিল গুজরাত টাইটান্স ম্যাচেও বাটলারকে পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে। যদিও রাজস্থানের তরফ থেকে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি।

বুধবার চোট পাওয়ার পর ব্যাট হাতে ওপেন করতে নামেননি বাটলার। যানা যায় হাতে সেলাই চলছিল তাঁর। পরে অবশ্য তিন নম্বরে ব্যাট করতে নামেন। কিন্তু ১৯ রানের বেশি করতে পারেননি। বাটলার যদি ছিটকে যায় তাহলে জোরালো ধাক্কা খাবে সঞ্জু স্যামসনের দল। এই ইংলিশ ক্রিকেটারই গত আইপিএলে সবচেয়ে বেশি রান করেছিলেন। চলতি আইপিএলের প্রথম ম্যাচেও ২২ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলছিলেন তিনি। ওই ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ৭২ রানে বড় জয় পায় রাজস্থান।

আজ বিকেল সাড়ে তিনটায় গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে নামছে রাজস্থান। চলতি আইপিএলে দুই ম্যাচের এখনও একটিতেও ম্যাচ জিততে পারেনি ডেভিড ওয়ার্নারের দিল্লি। গত ম্যাচে পাঞ্জাবের কাছে হেরেছে রাজস্থানও। দুই দলই জয়ে ফেরার জন্য ঝাঁপাবে।

এক সপ্তাহ মাঠের বাইরে জস বাটলার
KKR-র ইমপ্যাক্ট প্লেয়ারের 'ইমপ্যাক্ট' চোখে পড়ার মতো, অভিষেক ম্যাচে ৩ উইকেট, কে এই সুয়াশ?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in