KKR-র ইমপ্যাক্ট প্লেয়ারের 'ইমপ্যাক্ট' চোখে পড়ার মতো, অভিষেক ম্যাচে ৩ উইকেট, কে এই সুয়াশ?

ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামেন তিনি। আর ডেবিউ ম্যাচেই তুলে নিলেন ৩ উইকেট। চার ওভার বল করে সুয়াশ খরচ করেছেন মাত্র ৩০ রান।
সুয়াশ শর্মা
সুয়াশ শর্মাছবি কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ

মাথায় কালো ফেট্টি। লম্বা চুল। গতরাতে ইডেনে এই ছেলেরই ঝলক দেখলো ভরা স্টেডিয়াম। কথা হচ্ছে সুয়াশ শর্মাকে নিয়ে। বৃহস্পতিবার যার স্পিন জালে নাস্তানাবুদ হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা। রাতারাতিই লাইমলাইটে নাইট রাইডার্সের এই ১৯-বছরের তরুণ তুর্কি। গত কালের ম্যাচের আগে হয়তো এই ক্রিকেটারের নামও শোনা যায়নি। এখন অবশ্য ক্রিকেট প্রেমীরা এই সুয়াশকে জানার জন্য আগ্রহ দেখাচ্ছে। কে এই সুয়াশ?

দিল্লির ছেলে সুয়াশকে গতবছরের ডিসেম্বরে মিনি অকশানে ২০ লক্ষ টাকায় দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দিল্লির হয়ে অনুর্ধ্ব-২৫ দলে খেলেন তিনি। তবে মজার ব্যাপার হচ্ছে এর আগে কোনো লিস্ট এ, এফসি বা টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি সুয়াশ। গতকালই অভিষেক ঘটে তাঁর। আর অভিষেক ম্যাচেই বাজিমাত করলেন এই দিল্লি বয়।

গতকাল অবশ্য প্রথম একাদশে এই স্পিনারের নাম ছিল না। ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামেন তিনি। আর ডেবিউ ম্যাচেই তুলে নিলেন ৩ উইকেট। চার ওভার বল করে সুয়াশ খরচ করেছেন মাত্র ৩০ রান। আর তুলে নিয়েছেন দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত এবং কর্ন শর্মার উইকেট।

ম্যাচের পর সুয়াশ সম্পর্কে বলতে গিয়ে কেকেআর অধিনায়ক নীতিশ রানা বলেছেন, "সুয়াশ একজন আত্মবিশ্বাসী যুবক এবং তার নিজের উপর বিশ্বাস রয়েছে। সে তার সুযোগের সদ্ব্যবহার করেছে এবং তাকে সেভাবে বোলিং করতে দেখে দারুণ লেগেছে।"

গতকাল শুরুতে ব্যাটিং ব্যর্থতা সত্বেও রহমনউল্লাহ গুরবাজ (৫৭), রিঙ্কু সিং (৪৬) এবং শার্দুল ঠাকুরের (৬৮) হাত ধরে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে ১২৩ রানেই অল আউট হয়ে যায় আরসিবি। কলকাতার হয়ে ৪ টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। ৩ টি উইকেট নেন সুয়াশ শর্মা এবং ২ টি উইকেট নেন সুনীল নারাইন।

সুয়াশ শর্মা
IPL 2023: 'অতীতেও সাফল্য পায়নি, তবুও প্রতিবার দল পায়' - KKR-র ক্রিকেটারের ওপর ক্ষুব্ধ গাভাসকার?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in