
২০২২-২৩ মরশুমের 'বার্ষিক চুক্তি' প্রাপ্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। এই তালিকায় বড় চমক - এ প্লাস (A+) ক্যাটাগরিতে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। অন্যদিকে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল, কিছুদিন আগে পর্যন্ত ভারতীয় দলের সহ-অধিনায়ক পদে থাকা কে এল রাহুলকে নামিয়ে দেওয়া হয়েছে বি গ্রেডে।
কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস গ্রেডে রয়েছেন চার জন। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ। চোটের জন্য দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও বুমরাহকে এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছে।
বড় উন্নতি ঘটেছে অক্ষর প্যাটেলের। অক্ষর উঠে এসেছেন এ ক্যাটাগরিতে। এ গ্রেডে রয়েছেন হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পান্ত এবং অক্ষর প্যাটেল। গ্রেড বি-তে রয়েছেন চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব এবং শুবমন গিল।
গ্রেড সি-তে রাখা হয়েছে এগারো জন খেলোয়াড়কে। যার মধ্যে সবচেয়ে বড় চমক শিখর ধাওয়ান। শিখর ছাড়াও এই গ্রেডে রয়েছেন উমেশ যাদব, শার্দুল ঠাকুর, ইশান কিষাণ, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং এবং শ্রীকর ভরত।
কেন্দ্রীয় চুক্তি থেকে সম্পূর্ণরূপে বাদ পড়েছেন একাধিক তারকা। ভুবনেশ্বর কুমার, অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা, ঋদ্ধিমান সাহা, দীপক চাহার এবং হনুমা বিহারির মতো খেলোয়াড়দের চুক্তির বাইরে রাখা হয়েছে।
BCCI - এর কেন্দ্রীয় চুক্তির তালিকা ২০২২-২৩:
গ্রেড A+ : রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা
গ্রেড A : হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল
গ্রেড B : চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুবমন গিল
গ্রেড C : উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ইশান কিশান, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, কেএস ভারত
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন