দেশের জার্সিতে ফের জোড়া গোল রোনাল্ডোর, লুক্সেমবার্গকে গোল বন্যায় ভাসালো পর্তুগাল

গতরাতে লুক্সেমবার্গকে ৬-০ গোলে ধরাশায়ী করলো ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। লিচেনস্টাইনের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন রোনাল্ডো।
জোড়া গোল রোনাল্ডোর
জোড়া গোল রোনাল্ডোরছবি পর্তুগালের ট্যুইটার হ্যান্ডেল
Published on

লুক্সেমবার্গকে গোল বন্যায় ভাসিয়ে বড় জয় তুলে নিলো পর্তুগাল। ইউরো কাপ বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গকে হাফ ডজন গোল খাওয়ালো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। গত ম্যাচের পর এই ম্যাচেও জোড়া গোল করলেন সিআর সেভেন। পর্তুগালের হয়ে অন্য চারটি গোল এসেছে ফেলিক্স, সিলভা, ওটাভিয়ো এবং রাফায়েল লিওর পা থেকে।

ইউরো বাছাইপর্বের এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে পর্তুগাল। প্রথম ম্যাচে লিচেনস্টাইনের বিরুদ্ধে ৪-০ গোলে জয়ের পর গতরাতে লুক্সেমবার্গকে ৬-০ গোলে ধরাশায়ী করলো ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। লিচেনস্টাইনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। দেশের জার্সিতে ১৯৭ তম ম্যাচে খেলতে নেমেছিলেন রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন তিনি। গতরাতে ১৯৮ তম ম্যাচ খেলতে নেমে সেই রেকর্ড আরও বর্ধিত করলেন সিআর সেভেন। সেইসঙ্গে জোড়া গোল করে ম্যাচটিকে স্মরণীয়ও করে রাখলেন।

এদিন প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় রবার্টো মার্টিনেজের দল। খেলা শুরুর ৯ মিনিটেই নুনো মেন্ডিসের বাড়ানো বলকে আলতো টোকায় জালে জড়ান অধিনায়ক রোনাল্ডো। এই গোলের ৬ মিনিট বাদে বার্নার্ডো সিলভার পাস থেকে গোল করেন জোয়াও ফেলিক্স। ফেলিক্সের গোলের উদযাপন শেষ হতে না হতেই ফের গোল পায় পর্তুগাল। এবার পালিনহার পাস থেকে গোল করেন সিলভা। প্রথমার্ধ শেষের আগে ৩১ মিনিটের মাথায় ম্যাচে নিজের দ্বিতীয় এবং আন্তর্জাতিক কেরিয়ারের ১২২ তম গোলটি পেয়ে যান সিআর সেভেন।

দ্বিতীয়ার্ধেও একতরফা ভাবে শাসন করে যায় পর্তুগাল। ৭৭ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেজের বদলি হিসেবে সদ্য নামা রাফায়েল লিওর পাস থেকে গোল করেন ওটাভিয়ো। আর ৮৮ মিনিটের মাথায় লুক্সেমবার্গের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রাফায়েল লিও।

ইউরো বাছাইপর্বের অন্য ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ব্রিটিশদের হয়ে গোল করেছেন হ্যারি কেন এবং বুকায়ো সাকা। মাল্টাকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। আজ্জুরিদের হয়ে গোল করেছেন মাতেও রেতেগুই এবং মাত্তেও পেসিনা।

জোড়া গোল রোনাল্ডোর
World Boxing Championships: সোনালী দৌড় অব্যাহত, ফের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in