

ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পরই পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক। পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ কেমন হওয়া উচিত তাও জানালেন তিনি।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৩ রান করে ইংল্যান্ড। ৫১ বলে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন জস বাটলার। জবাবে ব্যাট করতে নেমে ১৬০ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ম্যাচ হারের পর বর্তমান অধিনায়কের ভূমিকা নিয়ে সরব হন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক।
এক্স মাধ্যমে প্রাক্তন পাক শোয়েব মালিক লেখেন, 'এটা পিএসএল নয়, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সামনেই টি-২০ বিশ্বকাপ। আমার মতে ব্যাটিং অর্ডার হওয়া উচিত এমন - ফখর, রিজওয়ান, বাবর, আজম, ইফতিকার, ইমাদ, শাদাব'।
তিনি আরও বলেন, 'অধিনায়কের উচিত বেঞ্চে যাঁরা আছেন তাঁদের ক্ষমতা অনুযায়ী বুদ্ধির সাথে ব্যবহার করা। অধিনায়কের উচিত ইফতিকার এবং আজমকে আরও সময় ও বেশি ওভার দেওয়া। তাঁদের কাছ থেকে যদি আপনি ১২-১৪ রান আশা করেন তাহলে সেটা ঠিক নয়। পরবর্তী ম্যাচের জন্য সকলকে শুভেচ্ছা'।
ম্যাচ শেষে বাবর বলেন, 'আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। কিন্তু ব্যাটিং-এ সমস্যা হওয়ার কারণে আমরা ম্যাচ হেরে যাই। আমার আর ফখরের মধ্যে পার্টনারশিপের পর আর কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি'।
উল্লেখ্য, আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের সাথে একই গ্রুপে (গ্রুপ - এ) আছে পাকিস্তান। ভারত-পাকিস্তানের পাশাপাশি এই গ্রুপে আছে আয়ারল্যান্ড, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন