
সেরার সেরা এটিকে মোহনবাগান। ব্যাঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে আইএসএল ট্রফি জিতল তারা। পেনাল্টি শুট-আউটে সেভ করে খেতাব জয়ের নায়ক হয়েছেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। সাথে জিতে নিলেন গোল্ডেন গ্লাভসও। পাশাপাশি দেখে নিন গোল্ডেন বল ও গোল্ডেন বুট বিজেতাদের নামও।
গোল্ডেন গ্লাভস -
২০২২-২৩ মরশুমে একাধিক অনবদ্য সেভ দেখা গেছে বিশাল কাইথের হাত থেকে। অনেকদিন থেকেই দাবি উঠছিল বিশালকেই গোল্ডেন গ্লাভস দেওয়া হোক। ফাইনাল ম্যাচ শেষে পরিসংখ্যানেও অন্যদের থেকে এগিয়ে ছিলেন বিশাল। ফলে হিরো আইএসএল গোল্ডেন গ্লাভস উইনার হলেন তিনি।
মোহনবাগানের গোলরক্ষকের সাথে গল্ডেন গ্লাভস জয়ের দৌড়ে ছিলেন হায়দরাবাদ এফসির গোলরক্ষক গুরমিত সিং, মুম্বাই সিটি এফসির গোলরক্ষক ফুরবা লাচেনপা এবং ব্যাঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু।
বিশাল কাইথ ২৪টি ম্যাচ খেলে সেভ করেছেন ৬৭টি। ক্লিন শিট রয়েছে ১২টি। গুরমিত ১৪টি ম্যাচ খেলে সেভ করেছেন ৪১টি। ক্লিন শিট রেখেছেন ৭টি। লাচেনপা ২২টি ম্যাচ খেলে ক্লিন শিট রাখতে পেরেছেন ৭টিতে এবং সেভ করেছেন ৬৪টি। গুরপ্রীত সিং ২৪টি ম্যাচ খেলে সেভ করেছে ৭১টি ক্লিন শিট রেখেছেন ৭টি ম্যাচে।
এর আগে বিশাল কাইথ বলেছিলেন, তিনি গোল্ডেন গ্লাভস নিয়ে ভাবতে রাজি নন। তাঁর একটাই লক্ষ্য ট্রফি জয়। শনিবার রাতে ট্রফিও জেতা হলো আর গোল্ডেন গ্লাভসের মালিকও হয়ে গেলেন তিনিই।
গোল্ডেন বুট -
অন্যদিকে আইএসএলের সোনার বুট জিতলেন ওড়িশার তারকা প্লেয়ার ডিয়েগো মাউরিসিও। বাগানের দিমিত্রি পেত্রাতোস ও ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভার সমসংখ্যক গোল (১২) থাকলেও প্রতি মিনিট পিছু গোলের হিসেবে পুরস্কারটি জিতলেন ওড়িশার ফুটবলার।
গোল্ডেন বল -
আইএসএলের গোল্ডেন বল পুরস্কারটি দেওয়া হয় পুরো মরশুম জুড়ে ভালো খেলা প্লেয়ারকে। গোল্ডেন বল জেতার অন্যতম দাবিদার ছিলেন দিমিত্রি পেত্রাতোস। ফাইনালের দিনেও দুটি গোল করে এটিকে মোহনবাগানকে খেলায় রেখেছিলেন তিনি। গোটা টুর্নামেন্টে ৭টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। কিন্তু দিমিত্রিকে পেছনে ফেলে সোনার বল জিতলেন মুম্বাই সিটি এফসির লালিয়ানজুয়ালা ছাংতে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন