ISL: খাস্সা কামারার শেষ মুহূর্তের গোলে গোয়াকে হারিয়ে প্রথম জয় পেলো নর্থইস্ট

২-১ গোলে জয় নিয়ে চলতি আইএসএল মরশুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছেন খালিদ জামিল এন্ড কোং। অন্যদিকে টানা তৃতীয় ম্যাচ হেরে জয় অধরাই থেকেছে জুয়ান ফেরান্ডোর এফসি গোয়ার।
নর্থইস্ট ইউনাইটেড টিম
নর্থইস্ট ইউনাইটেড টিমছবি ISL-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

খাস্সা কামারার শেষ মুহূর্তের গোলে গোয়াকে হারিয়ে জয় তুলে নিয়েছে নর্থইস্ট ইউনাইটেড। টান টান উত্তেজনার ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তেই গোয়ার জালে বল জড়িয়ে দেন মৌরিতানিয়ার এই ফুটবলার। ২-১ গোলে জয় নিয়ে চলতি আইএসএল মরশুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছেন খালিদ জামিল এন্ড কোং। অন্যদিকে টানা তৃতীয় ম্যাচ হেরে জয় অধরাই থেকেছে জুয়ান ফেরান্ডোর এফসি গোয়ার।

খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যেই এদিন গোলের মুখ খোলেন দুই পক্ষই। ১০ মিনিটের মাথায় ম্যাথিয়াস কৌরেসিয়ার পাস থেকে গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন ভারতীয় মিডফিল্ডার রোচ্চারজেলা। তবে এই গোলের ঠিক তিন মিনিট বাদেই জুয়ান ফেরান্ডোর দল সমতা ফিরে পায়। অ্যালবার্টো নোগেইরার পাস থেকে গোয়াকে সমতা এনে দেন আর এক ভারতীয় আলেক্সান্ডার রোমারিও জেসুরাজ।

দুই অর্ধে বেশ কয়েকবার নর্থইস্টের ডি বক্সে হানা দেয় এফসি গোয়া। তবে নর্থইস্টের ক্রস বারের নীচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন শুভাশিস রয় চৌধুরী। এফসি গোয়া এদিন মোট ৯ টি শট টার্গেটে রাখে। যার মধ্যে একটি শটই নর্থইস্টের জাল স্পর্শ করতে পারে। অনবদ্য দক্ষতার পরিচয় দেন শুভাশিস। সম্পূর্ণ ম্যাচে বল দখলের লড়াইয়ে নর্থইস্টকে কার্যত পাত্তাই দেয়নি গোয়া। জুয়ান ফেরান্ডোর দল মোট ৬৭ শতাংশ বল নিজেদের দখলে রাখে।

এফসি গোয়া দাপট দেখালেও শেষ হাসি হেসেছেন খালিদ জামিলরাই। প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে হার, দ্বিতীয় ম্যাচে কেরালার বিপক্ষে গোলশূন্য ড্র এবং তৃতীয় ম্যাচে চেন্নাইয়ান এফসি-র বিপক্ষে হেরে ব্যাক ফুটে চলে যাওয়া নর্থইস্টকে এই জয় অনেকটাই স্বস্তি দেবে। অন্যদিকে টানা তৃতীয় ম্যাচ হেরে অগোছালো আইএসএল শুরু করলো গোয়া। এদিন এক পয়েন্ট অর্জন করার খুব কাছেই ছিলো গোয়া। তবে নির্ধারিত সময়ের শেষে যোগ করা ইনজুরি সময়ের ৯৩ মিনিটের মাথায় নর্থইস্টকে জয় এনে দেন খাস্সা কামারা।

নর্থইস্ট ইউনাইটেড টিম
ওমিক্রন আতঙ্ক! দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলবে না ভারত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in