ISL 21-22: কেরালার বিরুদ্ধে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু এটিকে মোহনবাগানের

কেরালা ব্লাস্টার্সেকে ৪-২ গোলে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলেছে আন্তোনিয়ো লোপেস হাবাসের দল। এর আগে ফাতোর্দায় চারটি ম্যাচ খেলে একটিতেও জয় না পাওয়া কেরালা এদিনও পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়লো।
গোলের পর এটিকে মোহনবাগানের লিস্টর কোলাসো
গোলের পর এটিকে মোহনবাগানের লিস্টর কোলাসোছবি এটিকে মোহনবাগান এফসি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

আইএসএলের উদ্বোধনী ম্যাচে জয় নিয়েই অভিযান শুরু করলো গতবারের রানার্স আপ এটিকে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সেকে ৪-২ গোলে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলেছে আন্তোনিয়ো লোপেস হাবাসের দল। এর আগে ফাতোর্দায় চারটি ম্যাচ খেলে একটিতেও জয় না পাওয়া কেরালা এদিনও পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়লো। মেরিনার্সদের হয়ে এই ম্যাচে জোড়া গোল করলেন হুগো বউমাস। একটি গোল করলেন এবং একটি গোল করালেন রয় কৃষ্ণা। এছাড়াও একটি গোল এবং একটি অ্যাসিস্ট করে রং ছড়ালেন লিস্টন কোলাসোও।

উদ্বোধনী ম্যাচে ফাতোর্দায় শুরুতেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান। ম্যাচের দু মিনিটেই মেরিনার্সদের এগিয়ে দেন হুগো বউমাস। আক্রমাণত্মক ভাবে শুরু করলেও অল্প সময়ের মধ্যেই কেরালা ব্লাস্টার্স দাপট দেখাতে শুরু করে। ২৪ মিনিটে সাহাল আব্দুল সামাদ গোল করে কেরালাকে সমতা এনে দেন।

কেরালার আক্রমণে মেরিনার্সদের রক্ষণভাগকে আক্রমণের মুখে পড়তে হলেও ২৭ মিনিটে ফের এগিয়ে যায় এটিকে। এবার পেনাল্টি থেকে গোল করে সবুজ মেরুনদের এগিয়ে দেন ফিজিয়ান তারকা রয় কৃষ্ণা। মোহনবাগানের হয়ে এদিন সম্পূর্ণ ম্যাচে আলো ছড়িয়ে যান হুগো বউমাস। প্রথমার্ধের ৩৯ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন এই মরক্কান মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আবারও গোলের দেখা পায় মেরিনার্সরা। রয় কৃষ্ণার পাস থেকে দলের হয়ে চতুর্থ গোলটি করেন ২৩ বর্ষীয় ভারতীয় মিডফিল্ডার লিস্টন কোলাসো। ৬৯ মিনিটে জর্জ পেরেইরা দিয়াজ কেরালার হয়ে ব্যবধান কমালেও লাভ কিছু হয়নি। ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় এটিকে মোহনবাগান।

গতবার ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিল। মুম্বই সিটির কাছে হেরে গিয়েছিল এটিকে মোহনবাগান। উইলিয়ামসের গোলে এগিয়ে গিয়েও জয়ের মুখ দেখতে পায়নি সবুজ মেরুন। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে হাবাস ব্রিগেড।

গোলের পর এটিকে মোহনবাগানের লিস্টর কোলাসো
ISL 21-22: ১৯ নভেম্বর ATK মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু ISL, ডার্বি ২৭ নভেম্বর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in