
শনিবার কেরালার মাঠে কেরালা ব্লাস্টার্স দলের বিরুদ্ধে নামবে মোহনবাগান। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ শিল্ড জয়ের সামনে সবুজ মেরুন শিবির। সেই কারণে কেরালা ম্যাচে পয়েন্ট নষ্ট করতে চাইছেন না বাগান কোচ মোলিনা।
লিগ শিল্ড জয়ের জন্য শেষ চার ম্যাচে ৬ পয়েন্ট দরকার মোহনবাগানের। আজ আর ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে জিতলেই নিশ্চিত হতে পারে খেতাব। সমসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট গোয়ার। শেষ চার ম্যাচ জিতলে, তাঁরা ৫১ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারবে। সেখানে মাত্র দুটো ম্যাচ জিতলেই সবুজ মেরুনের পয়েন্ট দাঁড়াবে ৫২।
অবশ্য ৫১ পয়েন্টে পৌঁছলেই লিগ শিল্ড জিতবে বাগান। গত পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জেতা ব্লাস্টার্স এখন সেরা ছয়ে নেই ঠিকই, কিন্তু তাদের সেরা ছয়ে থেকে লিগ শেষ করার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। সে জন্য তাদের শেষ কয়েকটি ম্যাচে জিততেই হবে। তাই শনিবার ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে জয়ের জন্য নিশ্চয়ই মরিয়া হয়ে উঠবে তারা।
তবে বাগান কোচ হোসে মোলিনা অঙ্কতে যেতে চান না। তিনি বলেন, 'আমার ভাবনায় শুধুই কেরালা ম্যাচ। কোচিতে আমাদের জিততে হবে। ম্যাজিক সংখ্যা কত জানি না। তবে কোচিতে জিতলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারব। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছিই না।'
মোলিনা বলেন, 'প্রত্যেক ম্যাচ আলাদা। পরিস্থিতি এবং পরিবেশও ভিন্ন। তবে দল তৈরি। আমাদের সেরাটা দিতে হবে। জিতে ফিরতেই হবে। সব ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা শিল্ড জিততে চাই। ওরা প্লে অফে যেতে চায়। তাই ম্যাচটা যথেষ্ট কঠিন হবে। মনোযোগ ধরে রাখতে হবে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন