
শনিবার ঘরের মাঠ যুবভারতীতে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে নামবে মোহনবাগান। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। এই ম্যাচ জিতলে ফের একবার লিগ টেবিলের শীর্ষে থাকার সুযোগ আসবে টিম সবুজ মেরুনের।
বাগান কোচ হোসে মোলিনা বলেন, 'প্রতিদিনই আমি আমার কাজ উপভোগ করি। প্রতি ম্যাচও উপভোগ করি। লড়াই ব্যাপারটাই আমি পছন্দ করি। কোনও দিন আমরা হারি, কোনও দিন জিতি। এটাই তো আনন্দের। তবে এই লিগে আমাদের লড়াইটা কোনও একটা দলের বিরুদ্ধে নয়, লড়াইটা লিগ টেবলের শীর্ষে ওঠার লড়াই। সব দলই ভালো। প্রত্যেকের বিরুদ্ধে লড়াই পছন্দ করি আমি। আমাদের টপে থাকতে হবে, এই জিনিসটা আমাদের কাছে চাপ নয় বরং উপভোগ করি।'
তিনি আরও বলেন, 'চেন্নাইয়নের ফুটবলাররা গোল করতে পারে। যা আমাদের রক্ষণভাগের জন্য চ্যালেঞ্জ হতে চলেছে। তবে আমরা প্রস্তুত থাকব। মোহনবাগানের বিরুদ্ধে সব দলই অনেক বেশি মোটিভেটেড হয়েই খেলতে নামে। তবে আমরাও সব সময় জেতার জন্যই নামি'।
এই মুহূর্তে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে মোহনবাগান। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নর্থইস্ট ইউনাইটেড। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে পাঞ্জাব এফসি এবং ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে গোয়া। অন্যদিকে গতকাল নর্থইস্টকে হারিয়ে চলতি আইএসএল-এ প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। ৩ পয়েন্ট পেলেও লিগ টেবিলের শেষেই রয়েছে লাল-হলুদ ব্রিগেড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন