ISL 2024-25: ISL-এ টানা ৬ ম্যাচে হার ইস্টবেঙ্গলের, এখনও আশাবাদী নয়া লাল-হলুদ কোচ

People's Reporter: ইস্টবেঙ্গল কোচ বলেন, 'সুপার সিক্সে যাওয়া কঠিন জানি তবে সম্ভব। সমর্থকদের বলব অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসব'।
অস্কার ব্রুজোন
অস্কার ব্রুজোনছবি - সংগৃহীত
Published on

ওড়িশা এফসির কাছেও ২-১ গোলে হারতে হল ইস্টবেঙ্গলকে। এই নিয়ে আইএসএলে পরপর হাফ ডজন ম্যাচ হারলো ইস্টবেঙ্গল। আর মোট ৮ ম্যাচ টানা হারলো। ওড়িশা ম্যাচেও একাধিক গোল মিস আর ডিফেন্স ভুল চোখে পড়ে ইস্টবেঙ্গলের।

প্রথমার্ধেই অনেক গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। ম্যাচের ২২ মিনিটে গোলের সুযোগ পেয়ে ওড়িশাকে এগিয়ে দেয় রয় কৃষ্ণা। এরপর রয়ের একটি গোল অফ সাইডের জন্য বাতিল হয়। যদিও ইস্টবেঙ্গলের ক্রেসপোর গোলও ৩ মিনিটে অফসাইডের জন্য বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে লাল হলুদের দিমিত্রিয়স সমতা ফেরালেও, ৬৯ মিনিটে এম ফলের গোলে ওড়িশা ব্যবধান বাড়ায়। এরপর ইস্টবেঙ্গলের প্রভাত লাকরা লাল কার্ড দেখে মাঠের বাইরে যায়। ১০ জনের ইস্টবেঙ্গল কিছুই করতে পারেনি আর।

খেলা শেষের পর লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোন বলেন, 'আমরা আজ ভালো খেলেছি। বেশিরভাগ সুযোগই আমরা তৈরি করেছি এবং ওড়িশা এফসিকে আমরা প্রচুর সমস্যায় ফেলেছি। তারা টানা তিন-চার পাসের কোনও মুভ তৈরি করতে পারেনি। এক সময় ওরা আমাদের ভুলের অপেক্ষা করছিল যাতে পাল্টা আক্রমণ শুরু করতে পারে। দুর্ভাগ্যবশত, একটি পাল্টা আক্রমণেই গোল হয়। এমন পরিস্থিতি নিয়ে আমরা গত কয়েক দিন ধরে কাজ করেছি।'

তিনি আরও বলেন, 'রয় কৃষ্ণা যথেষ্ট গতিময়। আমাদের লেফট ব্যাক ও সেন্টার ব্যাকের মধ্যে জায়গা খুঁজে বের করে ও গোল করে। খেলা পুরোপুরি আমাদের দখলে ছিল। কিন্তু আমরা অনেক সুযোগ মিস করেছি এবং যখন ওরা ১-০ গোলে এগিয়ে যায়, তখন আমাদের কাজটা আরও কঠিন হয়ে যায়। কারণ, ওরা খেলার গতি কমিয়ে দেয়। ওরা কেবল আমাদের ধৈর্য হারানোর অপেক্ষা করছিল। খেলার গতি কমিয়ে আমাদের হতাশ করে তোলার চেষ্টা করছিল'।

পাশাপাশি তিনি বলেন, 'সুপার সিক্সে যাওয়া কঠিন জানি তবে সম্ভব। সমর্থকদের বলব অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসব। আমি কিন্তু জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর কথা বলছি না। খুব তাড়াতাড়ি আমাদের কামব্যাকের আশা দেখতে পারবেন।'

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in