ISL 2023-34: আজ ইস্টবেঙ্গল ম্যাচেও বাড়ানো হল মেট্রো

People's Reporter: দুই দলের হোম ম্যাচের দিন রাত ১০ টার বদলে অতিরিক্ত মেট্রো ছাড়বে যুবভারতী স্টেশন থেকে রাত সাড়ে ১০ টায় এবং ১০ টা ৪০ মিনিটে। ‌ওই মেট্রো শিয়ালদহ পৌঁছবে রাত ১০টা ৩৭ ও ১০ টা ৪৭ মিনিটে।
কলকাতা মেট্রো, ছবি প্রতীকী
কলকাতা মেট্রো, ছবি প্রতীকী ফাইল চিত্র

আইএসএল ম্যাচের শেষে যুবভারতী থেকে ফিরতে দর্শকদের যাতে কোনও অসুবিধে না হয় তাই এবার বাড়ানো হল মেট্রো পরিষেবার সময়সীমা। যুবভারতীতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হোম ম্যাচের দিনে রাতে মেট্রো পরিষেবার সময় বাড়াল মেট্রো রেল কর্তৃপক্ষ।

দুই দলের হোম ম্যাচের দিন রাত ১০ টার বদলে অতিরিক্ত মেট্রো ছাড়বে যুবভারতী স্টেশন থেকে রাত সাড়ে ১০ টায়। ‌ওই মেট্রো শিয়ালদহ পৌঁছবে রাত ১০টা ৩৭ মিনিটে। এরপর পরের মেট্রো যুবভারতী স্টেশন থেকে ছাড়বে রাত ১০ টা ৪০ মিনিটে। ওই মেট্রো শিয়ালদহ পৌঁছবে ১০ দশটা ৪৭ মিনিটে। সোমবার এই ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।

আজই এবারের আইএসএল-এ মাঠে নামছে ইষ্টবেঙ্গল। ডুরান্ড কাপে চিরপ্রতিদ্বন্দী মোহনবাগান এসজি-কে হারিয়ে ও ফাইনালে ওঠার পরে লাল-হলুদ বাহিনী এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাস আইএসএলের মতো কঠিন মঞ্চে কতটা কাজে লাগবে তার ইঙ্গিত পাওয়া যাবে সোমবারের ম্যাচেই।

অন্যান্যবারের তুলনায় এবার যথেষ্ট ভাল দল তৈরি করেছে ইষ্টবেঙ্গল। ভাল কোচও আনা হয়েছে। এই সিদ্ধান্তগুলির সুপ্রভাব যদিও মাঠে পড়তে শুরু করে দিয়েছে। যদিও আইএসএল সম্পূর্ণ অন্য ধরনের লড়াই, তা সব কোচই স্বীকার করেন।

এই টুর্নামেন্টে সফল হতে গেলে শুধু ভাল খেললেই চলে না, ধারাবাহিকতার প্রয়োজন হয়। লাল-হলুদ বাহিনী এ বার ঢেলে সাজিয়েছে দলকে। আইএসএল-এ এবার দলের ভালো পারফর্মেন্স-এর বিষয়ে আশাবাদী সমর্থকরা।

কলকাতা মেট্রো, ছবি প্রতীকী
Cricket World Cup 2023: ICC-র ৩ বিভাগেই শীর্ষে ভারত, তবুও র‍্যাঙ্কিংকে গুরুত্ব দিতে নারাজ গম্ভীর
কলকাতা মেট্রো, ছবি প্রতীকী
ISL 2023-24: মোহনবাগানের আবেদনে সাড়া, সমর্থকদের জন্য চলবে অতিরিক্ত ২টি মেট্রো

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in