Cricket World Cup 2023: ICC-র ৩ বিভাগেই শীর্ষে ভারত, তবুও র‍্যাঙ্কিংকে গুরুত্ব দিতে নারাজ গম্ভীর

People's Reporter: গৌতম গম্ভীর বলেন, আমি আগেও বলেছি এবং এখনও বলছি বিশ্বকাপ জিততে গেলে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। এবিষয়ে কোনো সন্দেহ নেই।
গৌতম গম্ভীর
গৌতম গম্ভীরছবি - সংগৃহীত
Published on

দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিততেই ওডিআই রাঙ্কিং-এও ১ নম্বরে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট এবং টি-২০তেও শীর্ষে ভারত। তবে বিশ্বকাপে র‍্যাঙ্কিং-এ গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর

স্টার স্পোর্টস 'মিশন ওয়ার্ল্ড কাপ'-এর একটি বিশেষ শো-তে গৌতম গম্ভীর বলেন, "আমি আগেও বলেছি এবং এখনও বলছি বিশ্বকাপ জিততে গেলে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। এবিষয়ে কোনও সন্দেহ নেই। কারণ আইসিসি টুর্নামেন্টগুলিতে খুবই শক্তিশালী হয়ে ওঠে অস্ট্রেলিয়ান টিম। ২০০৭ সালে অস্ট্রেলিয়াকে আমরা সেমিফাইনালে হারাই এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন হই। ২০১১ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাই এবং চ্যাম্পিয়ন হই। র‍্যাঙ্কিং-র কোনো গুরুত্বই নেই।"

তিনি আরও বলেন, 'বিশ্বকাপে জেতার জন্য প্লেয়ারদের ওপর নির্ভর করতে হয়। র‍্যাঙ্কিং সেখানে শুধু একটা অবস্থান মাত্র। বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়ার যথেষ্ট দক্ষ প্লেয়ার আছে। আমাদেরও আছে। তাই লড়াইটা খুব কঠিন হবে। অস্ট্রেলিয়ার কাছে যখনই আমরা হেরেছি বিশ্বকাপ থেকে ছিটকে গেছি। উদাহরণ হিসেবে ২০১৫ সালের বিশ্বকাপের কথা বলা যেতে পারে। তাই র‍্যাঙ্কিং-র থেকে অস্ট্রেলিয়াকে হারানো বেশি গুরুত্বপূর্ণ।'

প্রসঙ্গত, শুক্রবার অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং-এ প্রথম স্থানে উঠে এসেছে ভারত। দ্বিতীয় স্থানে পাকিস্তান এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। বর্তমানে টি২০ র‍্যাঙ্কিং-এ ২৬৪ রেটিং নিয়ে শীর্ষ স্থানে রয়েছে ভারত। ম্যাচ খেলেছে ৫৯টি পয়েন্ট ১৫,৫৮৯। টেস্ট র‍্যাঙ্কিং-এ ১১৮ রেটিং অ ৩,৪৩৪ পয়েন্ট নিয়ে প্রথমে রয়েছে রোহিতরা। ওডিআইতে ভারত ৪২ ম্যাচ খেলে ৪,৮৬৪ পয়েন্ট এবং ১১৬ রেটিং নিয়ে শীর্ষ স্থানে আছে।

গৌতম গম্ভীর
Asian Games 2023: এশিয়াডেও 'কূটনীতি' - অরুণাচলের বাসিন্দা হওয়ায় ৩ উশু প্লেয়ারকে ভিসা দিল না চীন!
গৌতম গম্ভীর
ISL 2023-24: মোহনবাগানের আবেদনে সাড়া, সমর্থকদের জন্য চলবে অতিরিক্ত ২টি মেট্রো

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in