Asian Games 2023: এশিয়াডেও 'কূটনীতি' - অরুণাচলের বাসিন্দা হওয়ায় ৩ উশু প্লেয়ারকে ভিসা দিল না চীন!

People's Reporter: ভারতের তরফে বলা হয়েছে, চীন ইচ্ছাকৃতভাবে এবং বেছে বেছে অরুণাচল প্রদেশের অ্যাথলিটদেরই বাধা দিয়েছে। যা ১৯তম এশিয়ান গেমসের মাহাত্ম্য এবং স্পোর্টিং স্পিরিটকে নষ্ট করছে।
Asian Games 2023: এশিয়াডেও 'কূটনীতি' - অরুণাচলের বাসিন্দা হওয়ায় ৩ উশু প্লেয়ারকে ভিসা দিল না চীন!
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

এশিয়ান গেমসকে কেন্দ্র করেও নিউ দিল্লি ও বেজিং-র তিক্ততা প্রকাশ্যে। ভারতের তিন উশু প্লেয়ারকে ভিসা না দেওয়ার প্রতিবাদে চীন সফর বাতিল করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

অরুণাচল সীমান্ত নিয়ে ভারত-চীন সম্পর্ক সকলেরই জানা। এবার সেই আঁচ পড়লো এশিয়ান গেমসে। জানা যাচ্ছে ভারতের তিন উশু প্লেয়ারকে ভিসা না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তাঁরা সকলেই অরুণাচল প্রদেশের বাসিন্দা। আর চীন অরুণচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই কাজ করা হয়েছে বলে নিউ দিল্লি দাবি করেছে।

এই ঘটনার প্রতিবাদে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যাতে লেখা রয়েছে, অরুণাচল প্রদেশের বাসিন্দা হওয়ার কারণে চীন ভারতের ৩ উশু খেলোয়াড়কে ভিসা দেয়নি। কিন্তু অরুণাচল প্রদেশ ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চীন ইচ্ছাকৃতভাবে এবং বেছে বেছে অরুণাচল প্রদেশের অ্যাথলিটদেরই বাধা দিয়েছে। যা ১৯তম এশিয়ান গেমসের মাহাত্ম্য এবং স্পোর্টিং স্পিরিটকে নষ্ট করছে। চীনের এই কাজের প্রতিবাদে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এশিয়ান গেমসের জন্য চীন সফর বাতিল করেছেন।

উল্লেখ্য, এশিয়ান গেমসের জন্য ভারতের ১৩ জন সুযোগ পেয়েছিলেন। যার মধ্যে ছিলেন ওয়াংশু, ওনিলু তেগা এবং মেপাং লামগু এই তিন ক্রীড়াবিদও ছিলেন। বুধবার তাঁদের চীনে যাওয়ার কথা ছিল। চীনের তরফ থেকে ভিসা দেওয়া হয়নি। কিন্তু বাকি সদস্যদের ছাড়পত্র দেয় চীনের বিদেশ মন্ত্রক। ভিসা না মেলায় ওই তিন ক্রীড়াবিদ এশিয়ান গেমস থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। যদিও চীন ভিসা না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি পরে ছাড়পত্র দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২৮ আগস্ট প্রকাশিত ২০২৩ সালের নয়া সাধারণ মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ ও লাদাখের আকসাই চীনকে সরাসরি নিজেদের অংশ বলে দাবি করে চীন সরকার। অরুণাচল প্রদেশের উপর প্রথম থেকেই নজর রয়েছে চীন সরকারের। ভারতের এই রাজ্যকে চীন বরাবরই ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করে এসেছে।

Asian Games 2023: এশিয়াডেও 'কূটনীতি' - অরুণাচলের বাসিন্দা হওয়ায় ৩ উশু প্লেয়ারকে ভিসা দিল না চীন!
Cricket World Cup 2023: তারকা পেসারকে বাদ রেখেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের
Asian Games 2023: এশিয়াডেও 'কূটনীতি' - অরুণাচলের বাসিন্দা হওয়ায় ৩ উশু প্লেয়ারকে ভিসা দিল না চীন!
Suresh Raina: ‘শুভমন গিল হচ্ছে ভবিষ্যতের বিরাট’ - বিশ্বকাপের আগে দাবি রায়নার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in