ISL 2023-24: সবুজ-মেরুন সমর্থকদের জন্য সুখবর! মুম্বই ম্যাচে টিকিটের দাম কমালো মোহনবাগান

People's Reporter: ইতিমধ্যেই ক্লাব তাঁবুতে টিকিটের জন্য লাইন পড়ে গেছে। ৬০ হাজার টিকিটের মধ্যে ইতিমধ্যেই ২২ হাজার বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি মোহনবাগানের। অনলাইনেও টিকিট বিক্রি ভালোই হচ্ছে।
ISL 2023-24: সবুজ-মেরুন সমর্থকদের জন্য সুখবর! মুম্বই ম্যাচে টিকিটের দাম কমালো মোহনবাগান
ছবি সৌজন্যে মোহনবাগান সুপার জায়ান্ট-র ফেসবুক পেজ
Published on

সোমবার যুবভারতীতে অগ্নিপরীক্ষা মোহনবাগানের। মুম্বই এফসি ম্যাচে জিততে পারলেই লিগ শিল্ড জিতে নেবে সবুজ মেরুন ব্রিগেড। তার আগে বড়ো সিদ্ধান্ত নিল মোহনবাগান কর্তৃপক্ষ। দর্শকরা যাতে বেশি মাঠে আসে সেই কথা মাথায় রেখে ম্যাচের জন্য টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিল তারা।

অফলাইনে ৫০ ও ১০০ টাকা মূল্যের টিকিট যুবভারতী ও মোহনবাগান মাঠ থেকে বিক্রি করা হবে। আগে সর্বনিম্ন ছিল ১০০ টাকা। শুধু মুম্বই ম্যাচের জন্যই টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ক্লাব তাঁবুতে টিকিটের জন্য লাইন পড়ে গেছে। ৬০ হাজার টিকিটের মধ্যে ইতিমধ্যেই ২২ হাজার বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি মোহনবাগানের। অনলাইনেও টিকিট বিক্রি ভালোই হচ্ছে।

প্রসঙ্গত, ১৪ এপ্রিল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন যেহেতু ইডেনে আইপিএল-এর ম্যাচ আছে, সেই কথা মাথায় রেখেই ম্যাচ ১৫ তারিখ করার সিদ্ধান্ত নেওয়া হয়।মুম্বইয়ের পয়েন্ট ২১ ম্যাচে ৪৭ আর মোহনবাগানের ২১ ম্যাচে ৪৫।

ছবি - মোহনবাগানের ফেসবুক পেজ

সুতরাং মোহনবাগানকে জিততেই হবে লিগ শিল্ড জিততে গেলে আর মুম্বইকে ড্র করলেই চলবে। এই ম্যাচে ডাগআউটে থাকার সম্ভবনা অ্যান্টেনিও লোপেজ হাবাসের। তিনি গত কয়েক ম্যাচে অসুস্থতার কারণে ছিলেন না। হাবাসে সহকারী ম্যানুয়েল জানান, "শেষ ম্যাচে আমরা প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি চাপে থাকবো। কারণ, আমাদের জেতা ছাড়া সামনে আর কোনও রাস্তা নেই। সোমবার আমাদের জিততেই হবে"।

ISL 2023-24: সবুজ-মেরুন সমর্থকদের জন্য সুখবর! মুম্বই ম্যাচে টিকিটের দাম কমালো মোহনবাগান
Vinesh Phogat: 'ডোপিং-র দায়ে ফাঁসানো হতে পারে' - কুস্তি ফেডারেশনের একাংশের বিরুদ্ধে অভিযোগ ভীনেশের!
ISL 2023-24: সবুজ-মেরুন সমর্থকদের জন্য সুখবর! মুম্বই ম্যাচে টিকিটের দাম কমালো মোহনবাগান
IPL 2024: দিল্লিকে হারিয়ে শীর্ষ স্থানে যাওয়া হলো না লখনউয়ের, দশম স্থানে নামলো RCB

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in