IPL 2024: দিল্লিকে হারিয়ে শীর্ষ স্থানে যাওয়া হলো না লখনউয়ের, দশম স্থানে নামলো RCB

People's Reporter: বর্তমানে লিগ টেবিলের শীর্ষস্থানে আছে রাজস্থান রয়্যালস। ৫ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮।
দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালসছবি - সংগৃহীত

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল-এর লিগ টেবিলের শীর্ষ স্থান দখল করা হলো না লখনউ সুপার জায়ান্টসের। বরং শুক্রবারের ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পয়েন্ট টেবিলের একদম শেষে পাঠালো দিল্লি।

বর্তমানে লিগ টেবিলের শীর্ষস্থানে আছে রাজস্থান রয়্যালস। ৫ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮। গতকাল দিল্লিকে হারাতে পারলে একই পয়েন্ট এবং রান রেট বেশি থাকলেই শীর্ষ স্থানে উঠতো লখনউ। কিন্তু ঋষভ-জ্যাকদের ঝোড়ো ব্যাটিং-র দাপটে সেই আশা ভঙ্গ হয় কে এল রাহুলের। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই থাকতে হলো তাদের।

অন্যদিকে দিল্লি গতকাল ম্যাচের আগে পর্যন্ত ২ পয়েন্ট নিয়ে একদম শেষে ছিল। গতকাল আরও ২ পয়েন্ট নিয়ে মোট ৪ পয়েন্ট পেয়ে লিগের নবম স্থানে উঠেছে দিল্লি।

গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্ট। ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলেন রাহুলরা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করে ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের সেরা হন কুলদীপ যাদব। ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

লিগ শীর্ষে আছে রাজস্থান। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।

দিল্লি ক্যাপিটালস
Mary Kom: অলিম্পিক্সের 'শেফ দ্য মিশন' পদ থেকে ইস্তফা মেরি কমের! নেপথ্যে কি মণিপুর হিংসা?
দিল্লি ক্যাপিটালস
IPL 2024: হার্দিকের পাশে বিরাট, মুম্বই অধিনায়ককে উৎসাহ দিতে সমর্থকদের অনুরোধ কোহলির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in