

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল-এর লিগ টেবিলের শীর্ষ স্থান দখল করা হলো না লখনউ সুপার জায়ান্টসের। বরং শুক্রবারের ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পয়েন্ট টেবিলের একদম শেষে পাঠালো দিল্লি।
বর্তমানে লিগ টেবিলের শীর্ষস্থানে আছে রাজস্থান রয়্যালস। ৫ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮। গতকাল দিল্লিকে হারাতে পারলে একই পয়েন্ট এবং রান রেট বেশি থাকলেই শীর্ষ স্থানে উঠতো লখনউ। কিন্তু ঋষভ-জ্যাকদের ঝোড়ো ব্যাটিং-র দাপটে সেই আশা ভঙ্গ হয় কে এল রাহুলের। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই থাকতে হলো তাদের।
অন্যদিকে দিল্লি গতকাল ম্যাচের আগে পর্যন্ত ২ পয়েন্ট নিয়ে একদম শেষে ছিল। গতকাল আরও ২ পয়েন্ট নিয়ে মোট ৪ পয়েন্ট পেয়ে লিগের নবম স্থানে উঠেছে দিল্লি।
গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্ট। ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলেন রাহুলরা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করে ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের সেরা হন কুলদীপ যাদব। ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
লিগ শীর্ষে আছে রাজস্থান। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন