

চেন্নাইয়ান এফসি ম্যাচে হারের পরে শনিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। আর এই ম্যাচেও অনিশ্চিত মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। বাইপাসের ধারে যে পাঁচতারা হোটেলে তিনি থাকেন, এখনও সেখানেই রয়েছেন।
শুক্রবার অনুশীলনে এবং সাংবাদিক সম্মেলনে হাবাসের পরিবর্তে ছিলেন ম্যানুয়েল পেরেজ। এখনও সুস্থ হননি বাগান কোচ। ফলে পাঞ্জাব ম্যাচে পেরেজই কোচিং করাবেন। সাহাল, কিয়ান নাসিরিও খেলবেন না চোটের কারণে।
হাবাস না থাকায় সমর্থকদের মতই দুঃখিত ম্যানুয়েল পেরেজ নিজেও। তিনি জানান, "হাবাস এখন আগের থেকে ভালো আছেন। কিন্তু পুরোপুরি সুস্থ নন। ডাক্তারের নির্দেশ মেনে চলছেন"।
হাবাস আসার পর পাঞ্জাব এফসির সঙ্গে এটাই প্রথম ম্যাচ। ঘরের মাঠে চেন্নাইয়ন এফসির কাছে হারের পর এই ম্যাচ আরও বেশি কঠিন হয়ে উঠেছে মেরিনার্সদের কাছে। পঞ্জাব এফসির সম্পর্কে ম্যানুয়েল জানিয়েছেন, "পাঞ্জাব ভালো দল। ওরা এখন ভালো পজিশনে আছে। আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।"
বাগান অধিনায়ক শুভাশিস বোস কিন্তু নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী। তিনি জানান, "দলের পরিবেশ এখন খুব ভালো। গত ম্যাচের ফলাফল আমাদের পক্ষে যায়নি। তাই বাকি তিনটে ম্যাচ আমাদের পরপর জিততে হবে। আমরা জিতব। জিতে আমরা লিগ শিল্ড পাব। মোহনবাগান ক্লাব ট্রফি ছাড়া কিছু বোঝে না। এই ক্লাবে খেলতে হলে ট্রফি জিততেই হবে। আর আমরা এবারও ট্রফি জিতব।"
আবহাওয়া নিয়ে বাগান অধিনায়ক জানান, গরম ভারতের সব জায়গায় বেড়েছে। অসুবিধে অবশ্যই হচ্ছে। তাই আমরা সকালে কম গরমের মধ্যে অনুশীলন করে অভ্যেস তৈরি করছি। তাছাড়া শুধু আমাদের নয়, প্রতিপক্ষ দলও তো এই গরমে খেলবে। তাই গরম আবহাওয়াকে অজুহাত বানাতে চাই না।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন