ISL 2023-24: পাঞ্জাব ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলবে বাংলার দুই প্রধান! কিন্তু কেন?

People's Reporter: গ্যালারিশূন্য থাকার কারণ হিসেবে জানা যাচ্ছে, পাঞ্জাব এফসির শেষ ম্যাচে গ্যালারির একটা অংশে আগুন লেগে যায়। আর একটি গুরুত্বপূর্ণ কারণ দিল্লির এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়।
ISL 2023-24: পাঞ্জাব ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলবে বাংলার দুই প্রধান! কিন্তু কেন?
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কলকাতার দুই ক্লাব মোহনবাগানইস্টবেঙ্গল এফসি যে দু'টি ম্যাচ খেলবে, সেই দুই ম্যাচে গ্যালারিতে কোনও দর্শক থাকবে না। এই স্টেডিয়াম চলতি আইএসএলে যাদের ঘরের মাঠ, সেই পাঞ্জাব এফসি এমনই জানিয়েছে বৃহস্পতিবার।

গ্যালারিশূন্য থাকার কারণ হিসেবে জানা যাচ্ছে, পাঞ্জাব এফসির শেষ ম্যাচে গ্যালারির একটা অংশে আগুন লেগে যায়। আর একটি গুরুত্বপূর্ণ কারণ দিল্লির এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়। সেই কারণেও এই পরিবর্তন।

লিগ টেবলে এখন মোহনবাগান তিনে। ৬ এপ্রিল জিতলে লিগ শিল্ড জয়ের স্বপ্ন বেঁচে থাকবে। অন্যদিকে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে। তাদের কাছেও সুপার সিক্সে যাওয়ার জন্য জয় গুরুত্বপূর্ণ।

শেষবার দর্শকশূন্য স্টেডিয়ামে দুই প্রধান খেলে করোনার সময় হয়েছিল। সেই সময় সমস্ত দলকেই। তখন পুরো আইএসএলই গোয়াতে হয়। দুই প্রধানের কাছে তাদের সমর্থকরাই সব। সেই কারণে মাঠে দর্শক না থাকা দুই ক্লাবের কাছে একটা চাপের তো বটেই। প্রাক্তন ফুটবলার রহিম নবি হতাশার সুরে জানান, ম্যাচটা কলিঙ্গ স্টেডিয়ামে করা যেত।। কেনো এফএসডিএল এটা করলো না বলতে পারব না। মাঠে দর্শক ছাড়া খেলা না ফুটবলারদের পক্ষে ভালো না সমর্থকদের পক্ষে।

ISL 2023-24: পাঞ্জাব ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলবে বাংলার দুই প্রধান! কিন্তু কেন?
নির্বাসন নিয়ে আইএফএ'র বিরুদ্ধে আদালতে যাবে শতাব্দী প্রাচীন উয়াড়ী ক্লাব!
ISL 2023-24: পাঞ্জাব ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলবে বাংলার দুই প্রধান! কিন্তু কেন?
CAB: তামিলনাড়ুর ধাঁচে বাংলায় এবার বেঙ্গল প্রো টি-২০ লিগ আয়োজন সিএবির!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in