ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি ISL-এর ট্যুইটার থেকে নেওয়া

ISL 2021-22: হিরো আইএসএলের জন্য জোরালো প্রস্তুতি, নতুন চমক এস সি ইস্টবেঙ্গলের

প্রথম বছরের আইএসএল কার্যত দুঃস্বপ্নের মতো কাটে শতাব্দী প্রাচীন ক্লাবটির। ১১ টি দলের মধ্যে ৯ নম্বরে শেষ করে তারা। রবি ফাউলারের হাত ধরে মাত্র ৩ টি ম্যাচে জয় এবং ৮ টি ড্র করে কলকাতার ক্লাবটি।
Published on

গত মরশুমের ব্যর্থতা ভুলে হিরো আইএসএলের অষ্টম সংস্করণের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে এসসি ইস্টবেঙ্গল। একাধিক চমক রয়েছে তাদের স্কোয়াডে। গত মরশুমে অর্থাৎ আইএসএলের সপ্তম আসরে লিভারপুল কিংবদন্তী রবি ফাউলারের হাত ধরে আইএসএলে পা রাখে লাল-হলুদ বাহিনী।

তবে প্রথম বছরের আইএসএল কার্যত দুঃস্বপ্নের মতো কাটে শতাব্দী প্রাচীন ক্লাবটির। ১১ টি দলের মধ্যে ৯ নম্বরে শেষ করে তারা। রবি ফাউলারের হাত ধরে মাত্র ৩ টি ম্যাচে জয় এবং ৮ টি ড্র করে কলকাতার ক্লাবটি। ৯ টি ম্যাচে হারের মুখ দেখতে হয় তাদের। তবে এবার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। রবি ফাউলারের বিদায়ের পর রিয়েল মাদ্রিদের ঘরের ছেলে ম্যানুয়েল মানোলো দিয়াজ তুলে নিয়েছেন লাল-হলুদদের দায়িত্ব। মানালো দিয়াজের হাত ধরে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।

ভারতীয় উপমহাদেশের ক্লাবের দায়িত্ব প্রসঙ্গে মানালো দিয়াজ বলেন, "আমি এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি কারণ এসসি ইস্টবেঙ্গল ভারতের একটি বড় ক্লাব। আমার স্পেনে চালিয়ে যাওয়ার (কাজ করার) সুযোগ ছিল কিন্তু আমি বিদেশে একটি নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। ইস্টবেঙ্গলের ইতিহাসের দিকে তাকিয়ে আমি এই সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

এসসি ইস্টবেঙ্গলের ক্রীড়া সূচী:

২১-১১-২০২১:- এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি (তিলক ময়দান স্টেডিয়াম)

২৭-১১-২০২১:-এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান(তিলক ময়দান স্টেডিয়াম)

৩০-১১-২০২১:- ওড়িশা এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল(তিলক ময়দান স্টেডিয়াম)

৩-১২-২০২১:- চেন্নাইয়ান এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল(তিলক ময়দান স্টেডিয়াম)

৭-১২-২০২১:- এসসি গোয়া বনাম এসসি ইস্টবেঙ্গল(তিলক ময়দান স্টেডিয়াম)

১২-১২-২০২১:- এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স(তিলক ময়দান স্টেডিয়াম)

১৭-২২-২০২১:- নর্থইস্ট ইউনাইটেড বনাম এসসি ইস্টবেঙ্গল(ফাতোর্দা স্টেডিয়াম)

২৩-১২-২০২১:- হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল(বাম্বোলিম)

৪-০১-২০২২: ব্যাঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল(বাম্বোলিম)

৭-০১-২০২২: মুম্বই সিটি এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল(তিলক ময়দান স্টেডিয়াম)

এক নজরে এসসি ইস্টবেঙ্গলের ৩৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: অরিন্দম ভট্টাচার্য্য, শঙ্কর রায়, সুভম সেন।

ডিফেন্ডার: ড্যানিয়েল গোমেস, জয়নার লরেঙ্কো, রাজু গায়কওয়াড়, আদিল খান, হীরা মন্ডল, অঙ্কিত মুখার্জি, গৌতম সিং, টমিস্লাভ মার্সেলা, ফ্রাঞ্জো প্রসে, সারনিও ফার্নান্দেস, আকাশদীপ সিং।

মিডফিল্ডার: জ্যাকিচাঁদ সিং, সৌরভ দাস, আঙ্গুসানা ওয়াহেংবাম, অমরজিৎ সিং কিয়াম, মহম্মদ রফিক, লালরিনলিয়ানা হানামতে, বিকাশ জাইরু, আমির ডারভিসেভিচ, ড্যারেন সিডোয়েল, রোমিও ফার্নান্দেস, সোংপু সিংসিট, লোকেন মেতেই।

ফরোয়ার্ড: বলবন্ত সিং, থংখোসিয়েম হাওকিপ, নওরেম মহেশ, সিদ্ধান্ত শিরোদকার, ড্যানিয়েল চিমা চুকু, আন্তোনিও পেরোসেভিচ, শুভ ঘোষ।

ছবি প্রতীকী
ISL 21-22: ১৯ নভেম্বর ATK মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু ISL, ডার্বি ২৭ নভেম্বর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in