ISL 2021-22: শেষ ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে হেরে দুঃস্বপ্নের আইএসএল শেষ হলো লাল-হলুদদের

ব্যাঙ্গালুরুর কাছে হেরে চলতি ISLর মরশুম শেষ করলো এসসি ইস্টবেঙ্গল। দুই পক্ষই চলতি আইএসএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিলো। সুনীল ছেত্রীর একমাত্র গোলে জয় নিয়ে ষষ্ঠ স্থানে থেকে শেষ করলো ব্যাঙ্গালুরু।
এসসি ইস্টবেঙ্গল বনাম ব্যাঙ্গালুরু এফসি
এসসি ইস্টবেঙ্গল বনাম ব্যাঙ্গালুরু এফসিছবি ISL-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ব্যাঙ্গালুরুর কাছে হেরে চলতি আইএসএলের মরশুম শেষ করলো এসসি ইস্টবেঙ্গল। দুই পক্ষই চলতি আইএসএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে তিলক ময়দান স্টেডিয়ামে নেমেছিলো। সুনীল ছেত্রীর একমাত্র গোলে জয় নিয়ে ষষ্ঠ স্থানে থেকে শেষ করলো ব্যাঙ্গালুরু। অন্যদিকে পুরো টুর্নামেন্টে মাত্র একটি জয় নিয়ে দুঃস্বপ্নের মরশুম শেষ হয়েছে লাল-হলুদদের।

তিলক ময়দান স্টেডিয়ামে নিয়মরক্ষার এই ম্যাচে প্রথম জল পানের বিরতির আগেই এগিয়ে যায় ব্যাঙ্গালুরু। ২৪ মিনিটের মাথায় ইয়াইয়ার বাড়ানো বল ইস্টবেঙ্গল পেনাল্টি বক্সের ঠিক বাইরে চেস্টডাউন করেন সুনীল ছেত্রী। তাঁর থেকে বল নেওয়ার চেষ্টা করলেও অনন্তকে হেলায় সরিয়ে দিয়ে শট নেন সুনীল। শুভম সেন বলে হাত লাগালেও গোল আটকানোর জন্য তা যথেষ্ট ছিলো না। সুনীলের এই গোলের লীডই শেষ পর্যন্ত ধরে রেখে জয় তুলে নেয় মার্কো পেজ্জাউলির দল।

এই ম্যাচেও এসসি ইস্টবেঙ্গলের রক্ষণভাগের হতশ্রী ছবি দেখা যায়। সেইসঙ্গে আক্রমণ ভাগে ছন্নছাড়া ফুটবল খেলে তারা। পেরেসোভিচরা একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। মারিয়ো রিভেরা শেষ ম্যাচে গোলের দেখাই পেলেন না।

আইএসএল ২০২১-২২-এ ২০ ম্যাচে ২৯ পয়েন্ট অর্জন করে ষষ্ঠ স্থানে শেষ করেছে ব্যাঙ্গালুরু। ৮ টি ম্যাচ জিতেছেন, ৫ টি ড্র করেছেন এবং ৭ টি ম্যাচ হেরেছেন সুনীল ছেত্রীরা। টুর্নামেন্টে ব্যাঙ্গালুরু গোল করেছে ৩২ টি এবং গোল হজম করেছে ২৭ টি।

অন্যদিকে মাত্র ১ টি ম্যাচ জিতে, ৮ টি ম্যাচ ড্র করে এবং ১১ টি ম্যাচ হেরে ১১ পয়েন্ট অর্জন করেছে এসসি ইস্টবেঙ্গল। এই টুর্নামেন্টে মাত্র ১৮ টি গোল করেছে এবং ৩৬ টি গোল হজম করেছে লাল-হলুদদেরা।

এসসি ইস্টবেঙ্গল বনাম ব্যাঙ্গালুরু এফসি
রিচার্ড হ্যাডলিকে টপকে গেলেন অশ্বিন! হেরাথ, কপিল দেবকে ছাড়িয়ে নজির গড়া সময়ের অপেক্ষা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in