

শুধু উইকেট নয়, মোহালি টেস্টে একাধিক রেকর্ডের পেছনে ছুটছেন ভারতের তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬১ রানের পর দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার দুটি উইকেট নিয়েছেন অশ্বিন। আর সাথে সাথেই টপকে গিয়েছেন স্যার রিচার্ড হ্যাডলিকে।
শ্রীলঙ্কান ওপেনার লাহিরু থিরিমানেকে ১৭ রানে এলবিডব্লিউ করে ফেরান অশ্বিন। এরপর দিনের শেষ পর্যায়ে ধনঞ্জয় ডি'সিলভাও এলবিডব্লিউ হন অশ্বিনের বলে। ডি'সিলভাকে ফিরিয়েই টেস্ট ক্রিকেটে ৪৩২ টি উইকেট তুলে নেন অশ্বিন। ৮৬ টেস্টে ৪৩১ টি উইকেট নেওয়া রিচার্ড হ্যাডলিকে টপকে যান নিজের ৮৫ তম টেস্ট খেলতে নেমেই।
এই টেস্টেই অশ্বিনের সামনে সুযোগ রয়েছে আরও নজির গড়ার। আর একটি মাত্র উইকেট নিলেই অশ্বিন স্পর্শ করবেন শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার রঙ্গনা হেরাথকে। হেরাথের সমান ৪৩৩ উইকেট নেওয়ার পাশাপাশি ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেট নেওয়া দশ জন বোলারের তালিকাতেও জায়গা করে নেবেন অশ্বিন। শুধু তাই নয় ভারতের কিংবদন্তী কপিল দেবের ৪৩৪ উইকেটের রেকর্ড ভেঙে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হওয়ার হাতছানি অশ্বিনের সামনে।
ঋষভ পান্ত(৯৬), রবিচন্দ্রন অশ্বিন(৬১), রবীন্দ্র জাদেজাদের(১৭৫*) দুরন্ত ইনিংসের সৌজন্যে ৮ উইকেটের বিনিময়ে ৫৭৪ রান স্কোর বোর্ডে সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহকরা রান থেকে ৪৬৬ রান দূরে রয়েছে শ্রীলঙ্কা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
