
চলতি আইএসএলের সপ্তম ম্যাচে এসেও জয়ের মুখ দেখলো না এসসি ইস্টবেঙ্গল। তিলক ময়দান স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারতে হয়েছে মানালো দিয়াজের দলকে। এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে লীগ টেবিলের দশম স্থান থেকে এক লাফে সপ্তম স্থানে উঠে এসেছে খালিদ জামিলের নর্থইস্ট। নর্থইস্টের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন ভি পি সুহের এবং প্যাট্রিক ফ্লোটম্যান্ট।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথম গোলের মুখ খোলে নর্থইস্ট। লালতের পাস থেকে গোল করে খালিদ জামিলদের এগিয়ে দেন ভি পি সুহের। এই গোলের ঠিক আট মিনিট বাদেই এসসি ইস্টবেঙ্গলের জালে দ্বিতীয় গোলটি জড়ান প্যাট্রিক ফ্লোটম্যান্ট। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে ২-০ গোলে জয় তুলে নেয় নর্থইস্ট।
গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা পায়নি নর্থইস্ট। ম্যাচের ৯০ মিনিটে ফের লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলের ২৯ বর্ষীয় ক্রোয়েট তারকা অ্যান্টেনিও পেরোসেভিচকে। দশ জনের ইস্টবেঙ্গল ইনজুরি সময়ে বিশেষ কিছুই করতে সক্ষম হয়নি।
এই ম্যাচের পর লীগ টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে নর্থইস্ট ইউনাইটেড। ৭ ম্যাচের পর ২ টি ম্যাচে জয় এবং ১ টি'তে ড্র নিয়ে ৭ পয়েন্ট অর্জন করেছেন খালিদ জামিলেরা। অন্যদিকে ৭ ম্যাচে কেবলমাত্র তিনটি ড্র নিয়ে ৩ পয়েন্টের সাথে লীগ টেবিলের একাদশতম স্থানে এসসি ইস্টবেঙ্গল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন