ISL 2021-22: ওগবেচের জোড়া গোল, এসসি ইস্টবেঙ্গলকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল হায়দরাবাদের

ইস্টবেঙ্গলকে হারিয়ে লীগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে হায়দরাবাদ। ১২ ম্যাচের পর তাদের পয়েন্ট ২০। হায়দরাবাদের শীর্ষস্থান দখল করার দিনই ফের লীগ টেবিলের একদম তলানিতে পৌঁছে গেলো এসসি ইস্টবেঙ্গল।
এসসি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি
এসসি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসিছবি ISL-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

গত ম্যাচেই চলতি আইএসএলে প্রথম জয়ের মুখ দেখেছিলো এসসি ইস্টবেঙ্গল। তবে সেই জয়ের ধারা বজায় রাখতে পারলো না মারিয়ো রিভেরার দল। তিলক ময়দান স্টেডিয়ামে সোমবার লাল-হলুদদের কার্যত পাত্তাই দেয়নি হায়দরাবাদ। নাইজেরিয়ান ফরোয়ার্ড বার্থোলোমিউ ওগবেচের জোড়া গোলের সৌজন্যে ইস্টবেঙ্গলকে ৪-০ গোলে পর্যুদস্ত করলো নিজামের শহর।

এসসি ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছিলেন মারিয়ো রিভেরা। তবে সোমবার নিজামের শহরের সামনে দাঁড়াতেই পারেনি তাঁর দল। এদিন প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানুয়েল মার্কুইজের দল। ম্যাচের ২১ মিনিটে আত্মঘাতী গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন ইস্টবেঙ্গলের থঙখোসিম হাওকিপ। ৪৪ মিনিটে বার্থোলোমিউ ওগবেচের গোলে ব্যবধান দ্বিগুণ করে হায়দরাবাদ। প্রথমার্ধের ইনজুরি সময়ে হায়দরাবাদ তাদের তৃতীয় গোলটি পেয়ে যায়। হিতেশ শর্মার পাস থেকে গোল করেন অনিকেত যাদব।

দ্বিতীয়ার্ধের সম্পূর্ণ অংশেও দাপট দেখিয়ে যায় জোয়াও ভিক্টরেরা। হায়দরাবাদের হয়ে এদিন পুরো ম্যাচেই আলো ছড়িয়ে যান বার্থোলোমিউ ওগবেচ। তেকাঠির নীচে অনবদ্য প্রদর্শন করেন লক্ষীকান্ত কাট্টিমণী। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে হায়দরাবাদের হয়ে চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড বার্থোলোমিউ ওগবেচ। এসসি ইস্টবেঙ্গল সম্পূর্ণ ম্যাচে একটিও গোল করতে পারলো না। ৮৫ মিনিটে পেনাল্টি উপহার পেয়েও কাট্টিমণীকে পরাস্ত করতে পারেননি ফ্রাঞ্জো প্রসে। ৪-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।

এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে লীগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে হায়দরাবাদ। ১২ ম্যাচের পর জোয়াও ভিক্টরদের পয়েন্ট ২০। হায়দরাবাদের শীর্ষস্থান দখল করার দিনই ফের লীগ টেবিলের একদম তলানিতে পৌঁছে গেলো এসসি ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচের শেষে ৯ পয়েন্ট নিয়ে একাদশ তম স্থানে লাল হলুদদেরা।

এসসি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি
ISL 2021-22: সুনীল ছেত্রীর গোলে গোয়াকে আটকালো ব্যাঙ্গালুরু এফসি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in