

জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লীগ টেবিলের শেষের দিকে থাকা দুই দল ব্যাঙ্গালুরু এফসি এবং এফসি গোয়াকে। চলতি আইএসএলের প্রথমবারের দেখায় ব্যাঙ্গালুরুকে হারিয়ে ছিলো এফসি গোয়া। রবিবারও এগিয়ে গিয়েছিলো গোয়া। তবে লীড ধরে রাখতে পারেননি ডেরিক পেরেইরার দল। সুনীল ছেত্রীর গোলে সমতা ফিরে পায় ব্যাঙ্গালুরু এফসি।
এদিন ম্যাচ ড্র করেও আইএসএলে টানা পাঁচ ম্যাচ অপরাজিত রইলো মার্কো পেজ্জাউলির ব্যাঙ্গালুরু। জিএমসিতে এদিন প্রথমার্ধের ৪১ মিনিটে এগিয়ে যায় এফসি গোয়া। জর্জ অর্তিজের পাস থেকে গোল করে পেরেইরাদের এগিয়ে দেন ২৮ বর্ষীয় অজি ডিফেন্ডার ডিলান ফক্স।
প্রথমার্ধে এফসি গোয়া এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে আর লীড ধরে রাখতে পারেনি। ম্যাচের ৬১ মিনিটের মাথায় প্রিন্স ইবারার পাস থেকে গোল করে ব্যাঙ্গালুরুকে সমতা এনে দেন ভারতীয় মহাতারকা সুনীল ছেত্রী। ব্যাঙ্গালুরু সমতা ফিরে পাওয়ার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে থাকে। তবে গোয়ার ক্রস বারের নীচে এদিন অনবদ্য প্রদর্শন করলেন ধীরজ সিং। ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে।
এই ড্রয়ের পর ১৩ ম্যাচের শেষে ১৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের নবম স্থানে রয়েছে এফসি গোয়া। অন্যদিকে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ব্যাঙ্গালুরু। দুই দলই এখনও পর্যন্ত তিনটি করে ম্যাচ জিতেছে এবং পাঁচটি করে ম্যাচ ড্র করেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
