
চলতি আইএসএলে নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেয়েছিলো নর্থইস্ট ইউনাইটেড। গত ম্যাচে এফসি গোয়াকে হারিয়ে প্রথম তিন পয়েন্ট অর্জন করেছিলেন খালিদ জামিলেরা। তবে শুক্রবার ওড়িশা ফুটবল ক্লাবের কাছে ফের মুখ থুবড়ে পড়লো নর্থইস্ট। প্রথম দুই ম্যাচে টানা জয় নিয়ে অনবদ্য অভিযান শুরু করা ওড়িশা চতুর্থ ম্যাচে আবারও জয়ে ফিরলো। চার ম্যাচের তিনটিতেই জিতে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কিকো গনজালেজেরা। আজ নর্থইস্টকে ১-০ গোলে হারিয়েছে ওড়িশা।
গোয়ার ভাস্কো দা গামার তিলক ময়দান স্টেডিয়ামে শুক্রবার প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই। প্রথমার্ধে মোট বলের ৭১ শতাংশ নিজেদের অধীনে রাখে ওড়িশা। তবে প্রথম ৪৫ মিনিটে নর্থইস্ট বেশ কয়েকবার আক্রমণে সামিল হয়। তবে কাঙ্খিত গোল আসেনি। দ্বিতীয়ার্ধে বল পজিশন দুই দলেরই ছিলো উনিশ-বিশ। আজকের খেলায় ওড়িশা মোট ৪ টি শট অন টার্গেটে রাখতে সক্ষম হয়। যেখানে নর্থইস্ট টার্গেটে রাখে দুটি শট।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকে দুই পক্ষ। শেষ দশ মিনিটের শুরুতেই নর্থইস্টকে ব্যাক ফুটে ঠেলে গোলের মুখ খোলে কিকো গনজালেজের দল। ম্যাচের ৮১ মিনিটে মইরাংথেম সিংএর পাস থেকে গোল করে ওড়িশার মুখে হাসি ফোটান ৩২ বর্ষীয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোনাথাস। এই গোলের লীড শেষ পর্যন্ত বজায় রেখে জয় তুলে নেয় ওড়িশা।
আজকের জয়ের পর লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কিকো গনজালেজেরা। ৪ ম্যাচের ৩ টি'তে জিতে ৯ পয়েন্ট অর্জন করেছে ওড়িশা। অন্যদিকে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের নবম স্থানে নর্থইস্ট। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে জামশেদপুর এবং হায়দরাবাদ এফসি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন