
জাভি হার্নান্দেজের জোড়া গোলে সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরু এফসিকে ৩-১ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু করলো ওড়িশা ফুটবল ক্লাব। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়ে নতুন মরশুমের শুরু করেছিলো ব্যাঙ্গালুরু। তবে দ্বিতীয় ম্যাচে এসেই মুখ থুবড়ে পড়লো মার্কো পেজ্জাউলির দল।
বুধবার তিলক ময়দান স্টেডিয়ামে হিরো ইন্ডিয়ান সুপার লীগের ২০২১-২২ মরশুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ওড়িশা এফসি। প্রতিপক্ষ ব্যাঙ্গালুরুর অবশ্য দ্বিতীয় ম্যাচ এটি। পেজ্জাউলি এবং কিকো গনজালেজ দুজনেই আজ দল সাজান ৪-৩-৩ ফর্মেশনে। ম্যাচ শুরুর তিন মিনিটেই এদিন ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে গোলের মুখ খোলেন ওড়িশা এফসির জাভি হার্নান্দেজ। শুরুতে এগিয়ে গেলেও ২১ মিনিটের মাথায় অবশ্য গোল পরিশোধ করে সুনীল ছেত্রীরা সমতা ফিরে পায়। রোশন সিংএর পাস থেকে গোল করে ব্যাঙ্গালুরুকে সমতা এনে দেন ৩১ বর্ষীয় ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালান কোস্তা। প্রথমার্ধ শেষে দুই পক্ষের স্কোরলাইন থাকে ১-১।
দ্বিতীয়ার্ধের শুরুতে ওড়িশার জার্সিতে ত্রাতা হয়ে ওঠেন আবার সেই জাভি। ৩২ বর্ষীয় স্প্যানিশ মিডফিল্ডারের দুরন্ত গোলে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে লীড বাড়ায় কিকে গনজালেজরা। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা ব্যাঙ্গালুরুকে ম্যাচের একদম শেষ মুহূর্তে এসে আরও এক গোল খাইয়ে জয় উদযাপন করতে শুরু করেন ভিনিত রাই-এর দল। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ইনজুরি সময়ে ৯৫ মিনিটের মাথায় ব্যাঙ্গালুরুর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন স্প্যানিশ তারকা আরিদে।
ওড়িশা নতুন মরশুমের শুরুটা করলো অনবদ্যই। গতবারের ব্যর্থতা ভুলে নতুন মরশুমে শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপাতে চায় ওড়িশা। আজকের ম্যাচে কার্যত তা স্পষ্টই। আগামী ৩০ নভেম্বর ওড়িশা মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। অন্যদিকে ব্যর্থতা ভুলে ফের জয়ের লক্ষ্যে ব্যাঙ্গালুরু আগামী ২৮ তারিখ নামবে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন