ISL 2021-22: ভ্লাদিমির কোম্যানের গোলে হায়দরাবাদকে হারালো চেন্নাইয়ান এফসি

হিরো ইন্ডিয়ান সুপার লীগের ২০২১-২২ মরশুমে নিজেদের প্রথম ম্যাচে ভ্লাদিমিরের গোলেই জয় তুলে নিলো দু'বারের আইএসএল চ্যাম্পিয়নরা।
শট মারছেন ভ্লাদিমির কোম্যান
শট মারছেন ভ্লাদিমির কোম্যানছবি আইএসএল-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

হাঙ্গেরীর মিডফিল্ডার ভ্লাদিমির কোম্যানকে দলে টেনে বড় বাজি ধরেছিলো চেন্নাইয়ান এফসি। হিরো ইন্ডিয়ান সুপার লীগের ২০২১-২২ মরশুমে নিজেদের প্রথম ম্যাচে ভ্লাদিমিরের গোলেই জয় তুলে নিলো দু'বারের আইএসএল চ্যাম্পিয়নরা। গোয়ার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে ম্যানুয়েল মার্কুইজের হায়দরাবাদকে ১-০ গোলে হারিয়েছে চেন্নাইয়ান এফসি। ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টি থেকে ভ্লাদিমির কোম্যানের একমাত্র গোলেই তিন পয়েন্ট অর্জন করে অভিযান শুরু করেছেন বোজিদার ব্যান্ডোভিচরা।

গত মরশুমে দু'বারের দেখায় হায়দরাবাদের কাছে দু'বারই হারের মুখ দেখেছিলো চেন্নাই। সেই হারের বদলা চলতি মরশুমের প্রথম দেখাতে মিটিয়ে নিলো অনিরুদ্ধ থাপার দল। চেন্নাইয়ের নতুন কোচ বোজিদার ব্যান্ডোভিচ ৪-১-৪-১ ফর্মেশনে দল নামান হায়দরাবাদের বিপক্ষে। এডু গার্সিয়া এবং বার্থোলোমিউ ওগবেচেকে আক্রমণে রেখে ম্যানুয়েল মার্কুইজ দল নামান ৪-৪-২ ফর্মেশনে। সম্পূর্ণ ম্যাচে চেন্নাইয়ের থেকে বেশি দাপট দেখিয়েছে হায়দরাবাদই। তবে তিন পয়েন্ট অর্জন করতে পারেননি জোয়াও ভিক্টরের দল।

প্রথমার্ধে দুই দলের কেউই গোলের মুখ খুলতে পারেনি। হায়দরাবাদ দুটি শট গোল পোস্টে রাখলেও তা সহজেই আটকে দেন ভিশাল কেইথ। দ্বিতীয়ার্ধেও হায়দরাবাদ দাপট দেখালেও ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টি উপহার পেয়ে যায় চেন্নাইয়ান এফসি। স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি ভ্লাদিমির কোম্যান। পেনাল্টি থেকে প্রাপ্ত গোলের লীড শেষ পর্যন্ত ধরে রেখেই জয়ের স্বাদ পেয়ে যায় চেন্নাই।

গত মরশুমটা একদমই ভালো কাটেনি চেন্নাইয়ানের। ২০ ম্যাচে ৩ টি'তে জয় এবং ১১ টি'তে ড্র নিয়ে ২০ পয়েন্টের সাথে লীগ টেবিলের অষ্টম স্থানে শেষ করেছিলো তারা। গতবারের ব্যর্থতা ভুলে নতুন মরশুমে নতুন কোচ, নতুন অধিনায়ক এবং অনেক নতুন খেলোয়াড় নিয়ে শক্তিশালী শুরু করতে বদ্ধপরিকর। প্রথম ম্যাচে হায়দরাবাদ এফসিকে হারিয়ে শুরুটা শুভই করলো তারা।

শট মারছেন ভ্লাদিমির কোম্যান
Syed Mushtaq Ali Trophy: শেষ বলে ছক্কা মেরে তামিলনাড়ুকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতালেন শাহরুখ খান

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in