
প্লে অফের রাস্তা কঠিন হলো কেরালা ব্লাস্টার্সের। হায়দরাবাদের বিরুদ্ধে লড়াই সমানে সমানে চালালেও জয় পেলেন না ইভান ভুকোমানোভিচেরা। অন্যদিকে ব্লাস্টার্সদের ২-১ গোলে হারিয়ে প্লে অফ একপ্রকার নিশ্চিত করে ফেললেন ম্যানুয়াল মার্কুইজেরা। টেবিল টপারদের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন বার্থেলমিউ ওগবেচে এবং জাভিয়ের সিভেইরো।
জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধের ২৮ মিনিটে এগিয়ে যায় হায়দরাবাদ। প্রথম জল পানের বিরতির ঠিক আগে রোহিত দানুর পাস থেকে গোল করে এগিয়ে দেন বার্থেলমিউ ওগবেচে। এটি চলতি আইএসএলের মরশুমে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওগবেচের ১৭ তম গোল। গোলের নিরিখে এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে শীর্ষ স্কোরার তিনিই। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্কটিশ ফরোয়ার্ড গ্রেগ স্টেয়ার্টের গোল ১০ টি।
পিছিয়ে পড়ার পর অবশ্য সম্পূর্ণ ম্যাচেই লড়াই চালিয়ে যায় কেরালা। হায়দরাবাদের দিকে বারংবার আক্রমণ করতে থাকেন অ্যাড্রিয়ান লুনারা। তবে আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে ৮৭ মিনিটে তরুণ স্প্যানিয়ার্ড জাভিয়ের সিভেইরো দুরন্ত এক গোল করে হায়দরাবাদের জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ইনজুরি সময়ের শেষে এসে কেরালা একটি মাত্র গোল করতে সক্ষম হয়। ব্লাস্টার্সদের হয়ে গোলটি করেন বারেত্তো।
কেরালাকে হারিয়ে প্লে অফ কার্যত নিশ্চিতই করে ফেললো টেবিল টপাররা। ১৮ ম্যাচের শেষে হায়দরাবাদের পয়েন্ট ৩৫। অন্যদিকে এই ম্যাচে হেরে অনেকটাই চাপে পড়ে গিয়েছে ইভান ভুকোমানোভিচেরা। ১৭ ম্যাচের শেষে কেরালা ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন