ISL 2021-22: কোলাসো-মনবীরের গোলে ব্যাঙ্গালুরু এফসিকে হারালো এটিকে মোহনবাগান

ব্যাঙ্গালুরু এফসিকে হারিয়ে প্লে অফের রাস্তা প্রায় পাকা করে ফেলেছে এটিকে মোহনবাগান। যদিও গাণিতিক সমীকরণ অনুযায়ী এখনও ছিটকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এটিকে মোহনবাগান বনাম ব্যাঙ্গালুরু এফসি
এটিকে মোহনবাগান বনাম ব্যাঙ্গালুরু এফসিছবি এটিকে মোহনবাগান-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরু এফসিকে হারিয়ে প্লে অফের রাস্তা প্রায় পাকা করে ফেলেছে এটিকে মোহনবাগান। যদিও গাণিতিক সমীকরণ অনুযায়ী এখনও ছিটকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ম্যাচ হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে সুনীল ছেত্রীরা। রবিবার এটিকে মোহনবাগান ২-০ গোলে হারিয়েছে ব্যাঙ্গালুরু এফসিকে। মেরিনার্সদের হয়ে একটি করে গোল করেছেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং।

ফতোর্দায় এদিন প্রথম দশ মিনিটেই এগিয়ে যেতে পারতো দুই দলই। তবে দুই পক্ষই শুরুতে সুযোগ হাতছাড়া করে। ম্যাচের পাঁচ মিনিটেই ফ্রী কিক থেকে কোলাসো এগিয়ে দিতে পারতেন মেরিনার্সদের। তবে ব্যাঙ্গালুরু গোলরক্ষক লারা শর্মা তা হতে দেননি। এর পরমুহূর্তেই, ৭ মিনিটের মাথায় বড় সুযোগ হাতছাড়া করে ব্যাঙ্গালুরু। অল্পের জন্য প্রিন্স ইবারার শট জালে জড়ায়নি।

আক্রমণ-প্রতি আক্রমণের প্রথমার্ধের ৪৫ মিনিটের শেষে যোগ করা ২ মিনিট ইনজুরি সময়ে মেরিনার্সরা প্রথম এগিয়ে যায়। প্রথমার্ধের শেষ কিকে অনবদ্য এক ফ্রী কিক নেন লিস্টন কোলাসো। কোলাসোর বুলেট গতির ফ্রী-কিক আটকানোর কোনো সুযোগই ছিলো না লারার সামনে।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যাঙ্গালুরু আর ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের বয়স যখন ৮৫ মিনিট তখন মনবীর সিং সুনীল ছেত্রীদের জালে শেষ বলটি জড়িয়ে দেন। ২-০ গোলে ম্যাচ জিতে প্লে অফের খুব কাছে চলে এসেছে সবুজ-মেরুনরা। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে জুয়ান ফেরান্ডোর দল। ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি রয়েছে চতুর্থ স্থানে এবং ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে কেরালা ব্লাস্টার্স।

এটিকে মোহনবাগান বনাম ব্যাঙ্গালুরু এফসি
রাশিয়া-ইউক্রেনের সামরিক সংঘাতের মাঝেই চেলসির দায়িত্ব ছাড়লেন রুশ মালিক রোমান অ্যাব্রামোভিচ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in