রাশিয়া-ইউক্রেনের সামরিক সংঘাতের মাঝেই চেলসির দায়িত্ব ছাড়লেন রুশ মালিক রোমান অ্যাব্রামোভিচ

দানিয়েল মেদভেদেভ, আন্দ্রে রুবলেভদের মতো রাশিয়ান টেনিস তারকারা শান্তির প্রস্তাব রেখেছেন। ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবেনা বলে জানিয়ে দিয়েছে পোল্যান্ড।
রোমান অ্যাব্রামোভিচ
রোমান অ্যাব্রামোভিচফাইল ছবি সংগৃহীত

রাশিয়া-ইউক্রেনের সামরিক সংঘাতের প্রভাব ক্রীড়াক্ষেত্রেও যে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। দানিয়েল মেদভেদেভ, আন্দ্রে রুবলেভদের মতো রাশিয়ান টেনিস তারকারা শান্তির প্রস্তাব রেখেছেন। গতকাল আবার ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবেনা বলে জানিয়ে দিয়েছে রবার্ট লেভনডস্কির দেশ পোল্যান্ড। এসবের মাঝেই ইংল্যান্ডের চেলসি ফুটবল ক্লাবের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রুশ মালিক রোমান অ্যাব্রামোভিচ।

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের জেরেই যে তিনি সরে দাঁড়িয়েছেন, এমনটা স্বীকার করেননি অ্যাব্রামোভিচ। তবে অনুমান করা হচ্ছে রাশিয়া-ইউক্রেনের সংঘাতের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন রুশ মালিক।

২০০৩ সাল থেকে চেলসির মালিক অ্যাব্রামোভিচ। যুক্তরাজ্যে থাকা রুশ ক্ষমতাবানদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। অ্যাব্রামোভিচ সেই তালিকায় যদিও নেই। তবু এই আশঙ্কার কথা মাথায় রেখে রুশ মালিক এই সিদ্ধান্ত নিতে পারেন বলে অনুমান করছে অনেকেই। তবে আইনজীবীরা মনে করেন সম্পত্তি বাজেয়াপ্ত করা হলেও ঐতিহ্যশালী ক্লাবকে ধরা হতো না তার মধ্যে।

অ্যাব্রামোভিচ সরে দাঁড়ানোয় ক্লাবের দায়িত্ব রয়েছে এখন ছ' জনের ওপর। ব্লুজদের চেয়ারম্যান ব্রুস বাক, মহিলা দলের কর্তা এমা হেয়েস, ন্যাশানল লটারির প্রধান স্যর হিউ রবার্টসন এবং পিয়ারা পাওয়ার, আইনজীবী জন ডেভিন এবং অর্থনীতির প্রধান পল র‍্যামোসের ওপর।

রবিবার লিভারপুলের বিরুদ্ধে কারাবায়ো কাপ ফাইনাল খেলতে মাঠে নামবে টমাস টুখেলদের দল। তবে তার আগের দিন রাতেই ক্লাবের মালিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন। শনিবার রাতে অ্যাব্রামোভিচ জানান, "গত ২০ বছর ধরে নিজেকে ক্লাবের অভিভাবক হিসেবে দেখেছি। আমার কাজ ছিলো দল কি করে সাফল্য পাবে, তা দেখা। সেই সঙ্গে দলের ভবিষ্যৎ গড়ে তোলা। ইতিবাচক ভাবে খেলতে চেয়েছি আমরা। আমি সব সময় ক্লাবের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবের মান রাখা আমার কর্তব্য। সেই জন্য আজ আমি চেলসি চ্যরিটেবল ফাউন্ডেশনের ট্রাস্টিদের হাতে ক্লাবের দায়িত্ব তুলে দিচ্ছি।"

অ্যাব্রামোভিচ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর জল্পনা শুরু হয়ে গিয়েছে ক্লাব কি তবে বিক্রি করে দেওয়া হচ্ছে! তবে সূত্রের খবর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও চেলসির মালিক এখনও অ্যাব্রামোভিচই। সম্প্রতি অ্যাব্রামোভিচকে নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে তার আঁচ যাতে ক্লাবের মধ্যে না পড়ে, ক্লাব যাতে এগিয়ে যেতে পারে স্বাভাবিক ভাবেই তাই এই সিদ্ধান্ত নিয়েছেন রুশ মালিক।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in