
শুরুতেই ওড়িশার এগিয়ে যাওয়া, অল্প সময় বাদেই এটিকে মোহনবাগানের পেনাল্টি থেকে গোল, ওড়িশার পেনাল্টি মিস, রয় কৃষ্ণার লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়া, সব মিলিয়ে নাটকীয় এক ম্যাচে ওড়িশা ফুটবল ক্লাব এবং এটিকে মোহনবাগান মাঠ ছেড়েছে ১-১ গোলে ড্র নিয়ে। এক পয়েন্ট অর্জন করে মেরিনার্সরা রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। অন্যদিকে ওড়িশা ফুটবল ক্লাব প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। মেরিনার্সদের হয়ে এই ম্যাচে একটি গোল করেছেন জনি কাউকো। ওড়িশার হয়ে গোল করেছেন রিডীম টিলাং।
বৃহস্পতিবার খেলা শুরুর পাঁচ মিনিটেই এগিয়ে যায় ওড়িশা ফুটবল ক্লাব। জেরির ক্রস থেকে জোয়াকিন গার্সিয়ার দলকে এগিয়ে দেন ২৭ বর্ষীয় ভারতীয় মিডফিল্ডার রিডীম। তবে এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ওড়িশা। ৮ মিনিটের মাথায় পেনাল্টি উপহার পায় মেরিনার্সরা। স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি জনি কাউকো। শুরুতে পিছিয়ে পড়ার পর শুরুতেই সবুজ-মেরুনদের সমতা এনে দেন ফিনল্যান্ডের এই তারকা মিডফিল্ডার।
সমতায় থাকার পর ম্যাচের ২৪ মিনিটে আবার পেনাল্টি পেয়ে যায় ওড়িশা। তবে এটিকে মোহনবাগানের গোলরক্ষক অমরিন্দরকে পরাস্ত করে গোল করতে পারেননি জাভি হার্নান্দেজ। অমরিন্দরের দুরন্ত সেভে জীবন পায় কলকাতার ক্লাবটি। এরপর দুই পক্ষই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত কোনো দলই জয়সূচক গোলটি পায়নি। খেলার একদম শেষ মুহূর্তে এসে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোহনবাগানের ফিজিয়ান তারকা রয় কৃষ্ণাকে।
ওড়িশার বিপক্ষে ড্র করে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে জুয়ান ফেরান্ডোর দল। ১৭ ম্যাচের শেষে ৩১ পয়েন্ট এটিকে মোহনবাগানের। ১৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ওড়িশা ফুটবল ক্লাব রয়েছে সপ্তম স্থানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন