

রেকর্ড গড়লেন ইশান কিষাণ। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মার পরিবর্তে দলে সুযোগ পেয়েই অনবদ্য দ্বিশত রান করলেন তিনি। মাত্র ১২৬ বলেই ২০০ রান করে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ইশান। ভাঙলেন ক্যারিবিয়ান মহাতারকা ক্রিস গেইলের রেকর্ড। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন গেইল।
বিশ্বের সপ্তম ক্রিকেটার এবং ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে দ্বিশত রান করার নজির গড়েছেন ইশান। ভারতের রোহিত শর্মা তিনটি, শচীন টেন্ডুলকর এবং বীরেন্দ্র শেহওয়াগ একটি করে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ভারতের এই চার ব্যাটার ছাড়া বিশ্ব ক্রিকেটে একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে আরও তিন ব্যাটারের। তাঁরা হলেন কিউই ওপেনার মার্টিন গাপ্তিল, ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল এবং পাক ক্রিকেটার ফাখর জামান।
এদিন ডাবল সেঞ্চুরির আগে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ১৫০ রান করেন ইশান। চট্টগ্রামে ১০৩ বলে ১৫০ রান করেন তিনি। ভেঙেছেন ২০১১ সালে করা বীরেন্দ্র শেহওয়াগের ১১২ বলে করা ১৫০ রান। ২০০ রান করার জন্য এদিন ১২৬ টি বলের প্রয়োজন হলো ইশানের। তাঁর ডাবল সেঞ্চুরির ইনিংস সাজানো রয়েছে ২৩টি বাউন্ডারি এবং ৯টি ওভার বাউন্ডারির মাধ্যমে। দুর্দান্ত এক ইনিংস খেলে ব্যক্তিগত স্কোর ২১০ রানে ফিরে যান তিনি।
ইশান তাঁর এই ইনিংসের মাধ্যমে আরও এক বড় রেকর্ড গড়েছেন। ১৯৯৯ সালে শ্রীলঙ্কার সাথে সৌরভ গাঙ্গুলি করেছিলেন ১৮৩ রান। ১৮৪ করে ইশান কিষাণ গড়েন ভারতীয় ব্যাটার হিসেবে দেশের বাইরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। ১৮৬ রানে ইশান কিষান ভাঙেন বাংলাদেশের মাঠে আগের সর্বোচ্চ ১৮৫ করে অপরাজিত থাকা ওয়াটসনের রেকর্ডও।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন