
আমেদাবাদে গতকাল এক অবিশ্বাস্য ইনিংস খেললেন রিঙ্কু সিং। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। সবচেয়ে বড় নাইট সমর্থকও হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন ম্যাচ জয়ের। কিন্তু সমস্ত সমীকরণ পালটে দিয়ে পাঁচ ছক্কা হাঁকালেন রিঙ্কু সিং। অকল্পনীয় এক জয় পায় কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের ইতিহাসে এটিই শেষ ওভারে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় তুলে নেওয়ার নজির। এর আগে কোনো দলই শেষ ওভারে এর বেশি রান তাড়া করে জয় তুলে নিতে পারেনি। তবে আইপিএলে এক ওভারে পাঁচ ছক্কার নজির এই প্রথম নয়। এর আগে আরও চারবার এক ওভারে বোলার খেয়েছে পাঁচ ছক্কা। তবে রিঙ্কুর পাঁচ ছক্কা যে তাদের ছাড়িয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
আইপিএলে প্রথম এক ওভারে পাঁচটি ছয় মেরেছিলেন 'ইউনিভার্সাল বস' ক্রিস গেইল। ২০১২ সালে তৎকালীন পুনে ওয়ারিয়র্সের রাহুল শর্মার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন গেইল। এরপর ২০২০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে এই কীর্তি গড়েছিলেন রাহুল তেওয়াটিয়া। পাঞ্জাবের শেলডন কটরেলকে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
২০২১ সালে ব্যাঙ্গালুরুর হার্ষাল প্যাটেলকে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকান রবীন্দ্র জাদেজা। গত মরশুমে আবার কলকাতার বোলার শিবম মাভি এক ওভারে পাঁচটি ছক্কা হজম করেছিলেন। লখনউ সুপার জায়ান্টসের দুই মার্কাস স্টয়নিস এবং জেশন হোল্ডার, দুজনে মিলে মাভিকে এক ওভারে পাঁচ ছক্কা মারেন। কিন্তু, রিঙ্কু ছাড়া কোনো ব্যাটার শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে দলকে জয় এনে দিতে পারেননি।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন