

বিরাট কোহলিকে পেছনে ফেলে আইপিএল মঞ্চে বড় রেকর্ড গড়লেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আইপিএলের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে ৬০০০ রানের মাইলস্টোন অতিক্রম করলেন এই অজি তারকা। পাশাপাশি আইপিএলের মাত্র তৃতীয় ব্যাটার এবং প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবেও ৬,০০০ রান করার কীর্তি অর্জন করলেন ওয়ার্নার।
গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৫ বলে ৬৫ রান করেন ওয়ার্নার। এই ইনিংসের ফলে অজি তারকার আইপিএলে রানের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৩৯। ১৬৫ ম্যাচের ১৬৫ ইনিংসে এই নজির গড়লেন ওয়ার্নার। আইপিএলে সবচেয়ে বেশিবার অর্ধশতরানের মালিকও তিনি। এখনও পর্যন্ত মোট ৫৭ টি হাফ-সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। সেঞ্চুরি করেছেন ৪ টি।
উল্লেখযোগ্য ব্যাপার হলো, আইপিএলে দ্রুততম ৬ হাজার রানের মালিক ওয়ার্নার বিরাট কোহলির থেকে ২৩ ইনিংস কম খেলেই এই নজির গড়লেন। বিরাট ১৮৮ ইনিংস খেলে ৬,০০০ রান পূর্ণ করেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। পাঞ্জাব কিংসের অধিনায়ক ১৯৯ ইনিংস খেলে ৬,০০০ রান করেন।
আইপিএলে রানের নিরিখে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ৬,৭২৭ রান করেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। ৬,৩৭০ রান রয়েছে তাঁর ঝুলিতে। ৬,০৩৯ রান নিয়ে তৃতীয় স্থানে ওয়ার্নার। ৫,৯০১ রানের মালিক রোহিত রয়েছেন চতুর্থ স্থানে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন