
আইপিএল-র নিলামে বাংলাদেশী ক্রিকেটারদের প্রতি কোনও আগ্রহই দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলি। এই বছর ১২ জন বাংলাদেশী ক্রিকেটার নিলামে উঠেছিলেন। কিন্তু সকলেই অবিক্রীত থাকলেন। পাশাপাশি দল পেলেন না ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ সহ একাধিক তারকা প্লেয়ার।
সোমবার শেষ হয়েছে টাটা আইপিএল ২০২৫-র নিলাম। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নিলামে উঠেছিলেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, মেহিদি হাসান, মুস্তাফিজুর রহমন, লিটন দাস, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা, মেহদি হাসান এবং রিশাদ হোসেন। সকলেই অবিক্রীত।
পাশাপাশি ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ড্যারিল মিচেল, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, জেমস অ্যান্ডারসনের মতো বিদেশীরাও কোনও দল পাননি। এছাড়া ভারতীয় তারকাদের মধ্যে শার্দূল ঠাকুর, পৃথ্বী শ, সরফরাজ খান এবং উমেশ যাদব অবিক্রীত।
এই তারকা প্লেয়ারদের দল না পাওয়া নিয়ে কার্যত অনেকেই অবাক। প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন, শার্দূল ঠাকুরকে কেন কোনও ফ্র্যাঞ্চাইজি কিনল না তা আমার মাথাতেই আসছে না। ও ভালো বল করতে পারে। সাথে ব্যাটও করতে পারে। আমি ভেবেছিলেম শার্দূল ঠাকুর দল পাবে।
তিনি আরও জানান, এখন সমস্ত ফ্র্যাঞ্চাইজি চাইছে প্রথম ১১ জন দুর্দান্ত প্লেয়ার হোক। তারপর নিয়মের জন্য অতিরিক্ত প্লেয়ার নেওয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন