
আইপিএল নিলামে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে কেকেআর। ভারতীয় এই অলরাউন্ডারের জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করায় একাধিক প্রশ্ন তুলছেন সমর্থকরা। কেন কলকাতা এত টাকা খরচ করেছে, তার উত্তর দিয়েছেন কেকেআরের ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কি মাইসোর।
কেকেআরের ভেঙ্কি মাইসোর বলেন, 'নিয়মানুযায়ী কয়েকজন প্লেয়ার বাদে সকলকেই ছেড়ে দিতে হয়েছে আমাদের। প্রথম থেকেই ভেবে রেখেছিলাম নিলামে ভেঙ্কটেশকে দলে নিতেই হবে। কত টাকা খরচ করছি সেটা বড় কথা নয়। ও কেকেআরকে চ্যাম্পিয়ন করাতে অনেক সাহায্য করেছে। সেগুলো যদি ভুলে যাই তাহলে সঠিক কাজ হবে না। কেকেআর কখনই ওকে ছাড়েনি। শুধু নিয়মের জন্য বাদ দিতে হয়েছিল।'
ভেঙ্কটেশ আইয়ার এই প্রসঙ্গে বলেন, 'প্রথমে কেকেআর যখন আমাকে রিটেন করেনি তখন একটু অবাক হয়েছিলাম। কিন্তু আমি খুবই প্র্যাক্টিক্যাল। তাই হতাশ হইনি। জানি প্লেয়ারদের সাথে এমন হয়। হয়তো অন্যদল আমাকে কিনবে। কিন্তু কলকাতা আমাকে এতটা গুরুত্ব দেবে ভাবতে পারিনি। আমি সত্যিই তাঁদের প্রতি কৃতজ্ঞ।'
তিনি আরও জানান, 'সবকিছু টাকা দিয়ে বিচার করা ঠিক নয়। হ্যাঁ অবশ্যই আমাকে অনেক বেশি অর্থ খরচ করে কলকাতা দলে ফেরাচ্ছে। কিন্তু তাঁদের সাথে আমার সম্পর্কটা শুধুমাত্র টাকার নয়। আবেগেরও। আমি নিজের দলের জন্য ১০০% দিতে প্রস্তুত আছি। কেকেআরকে ফের চ্যাম্পিয়ন করতে যা যা করতে হবে তাই করব।'
নিলামে কলকাতা মোট ৫০ কোটি ৯৫ লক্ষ টাকা খরচ করেছে। ২০২৫ আইপিএল-এ কলকাতার দল -
রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইআর, আনরিখ নখিয়া, কুইন্টন ডি'কক অঙ্গকৃষ রঘুবংশী, রহমানুল্লাহ গুরবাজ, বৈভব আরোরা, ময়ঙ্ক মার্কণ্ডে, রভম্যান পাওয়েল, স্পেন্সার জনসন, মইন আলি, আজিঙ্কা রাহানে, উমরান মালিক, মণীশ পান্ডে, অনুকূল রায় এবং লাভনীত সিসোদিয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন