
মাত্র ১৩ বছর বয়সে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। আইপিএল-এর ইতিহাসে তিনিই কনিষ্ঠতম ক্রিকেটার যিনি কোটি টাকায় বিক্রি হলেন। রাজস্থান রয়্যালস তাঁকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনেছে।
আইপিএল-র নিলামে বৈভব সূর্যবংশীকে নেওয়ার জন্য লড়াই হয় দিল্লি এবং রাজস্থানের মধ্যে। ১৩ বছরের এই ক্রিকেটারকে শেষ পর্যন্ত ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনে নেয় রাজস্থান। তাঁর ন্যূনতম দাম ছিল ৩০ লক্ষ টাকা।
এই সূর্যবংশী প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৫টি। ১০ ইনিংসে রান করেন মাত্র ১০০। সর্বাধিক রান করেন ৪১। ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে সেইভাবে সাফল্য আসেনি এখনও। কিন্তু ভারত বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ইয়ুথ টেস্টে বেশ নজর কাড়েন সূর্যবংশী। সিরিজের প্রথম টেস্টেই তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি আসে। তিনি যে বড় মঞ্চে পারফর্ম করতে প্রস্তুত তার ইঙ্গিতও দিয়ে রাখেন শতরানের মাধ্যমে। পাশাপাশি সূর্যবংশী অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াডেরও সদস্য।
উল্লেখ্য, নিলামে মোট ৪০ কোটি ৭০ লক্ষ টাকা খরচ করেছে রাজস্থান। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার এবং সন্দীপ শর্মা ছাড়া বাকি ১৪ জনকে নিলানে কিনেছে রাজস্থান। ১৪ জন হলেন - জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, কুমার কার্তিকেয়, তুষার দেশপান্ডে, নীতিশ রানা, আকাশ মাধওয়াল, ফজলল হক ফারুকি, কোয়েনা মাফাকা, বৈভব সূর্যবংশী, শুভম দুবে, যুধবীর চারাক, অশোক শর্মা এবং কুণাল রাঠোর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন