IPL 2024: আইপিএল-র উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উন্মাদনা তুঙ্গে, মঞ্চ মাতাবেন এই বিদেশিও!

People's Reporter: চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৪ আইপিএল-র প্রথম ম্যাচ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৮টা থেকে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - আইপিএল-র ফেসবুক পেজ

আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাশাপাশি দর্শকদের মন জয় করতে থাকছে বলিউড তারকাদের চোখ ধাঁধানো পারফরম্যান্স।

চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৪ আইপিএল-র প্রথম ম্যাচ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৮টা থেকে। তার আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনুষ্ঠান মঞ্চ মাতাবেন অক্ষয় কুমার, টাইগার স্রফরা। পাশাপাশি সুরের জাদুতে মঞ্চ মাতানোর জন্য থাকবেন সোনু নিগম এবং এ আর রহমানের মতো শিল্পীরা।

এছাড়া আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে শুধু বলিউড তারকারাই নন, প্রথম ইনিংসের বিরতিতে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য থাকবেন স্যুইডিশ ডিজে অক্সওয়েল। সমস্ত অনুষ্ঠান দেখা যাবে স্টার স্পোর্টসে এবং লাইভ স্ট্রিমিং হবে জিও সিনেমা অ্যাপে।

অন্যদিকে বিরাট বনাম ধোনি দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা। বিশেষ করে চেন্নাইয়ের হোম ম্যাচ হওয়ায় ধোনিকে নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। আইপিএল-র ইতিহাসে এখনও পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩১ বার। যার মধ্যে চেন্নাই জিতেছে ২০ বার এবং আরসিবি জয় পায় ১০টিতে। ১টি ম্যাচ শেষ হয় অমীমাংসিত ভাবে। শেষ ৫টি ম্যাচের মধ্যে চেন্নাই জিতেছে ৪টিতে এবং ১টিতে জয়ী হয় আরসিবি। শুক্রবার আরসিবি জেতে নাকি চেন্নাই জয়ের ধারা বজায় রাখে সেটাই দেখার।

প্রতীকী ছবি
IPL 2024: শামির পরিবর্ত হিসেবে এই বোলারকে দলে নিল গুজরাট!
প্রতীকী ছবি
আমাদের মধ্যে এখন প্রতিযোগিতামূলক লড়াই হয় - আফগানিস্তান ম্যাচের আগে দাবি সুনীলের
প্রতীকী ছবি
ISL 2023-24: জামশেদপুরের ভুলে চাপ বাড়লো মোহনবাগানের, লিগ শীর্ষে মুম্বই

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in