IPL 2024: ম্যাচ হেরে যাওয়ায় প্রকাশ্যেই রাহুলের উপর ক্ষোভ প্রকাশ! সঞ্জীব গোয়েঙ্কার ভূমিকায় নিন্দার ঝড়

People's Reporter: ভাইরাল ভিডিওতে দেখা যায়, হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হারের পর মাঠেই গোয়েঙ্কা রাগান্বিত মুখে কথা বলছেন লখনউয়ের অধিনায়ক রাহুলের সঙ্গে। হাত নাড়িয়ে প্রবল উত্তেজিতভাবে কথা বলছেন তিনি।
ভাইরাল সেই মুহূর্তে
ভাইরাল সেই মুহূর্তেছবি - সংগৃহীত

বুধবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হারে লখনউ সুপার জায়ান্ট। হারের পরে অধিনায়ক কে এল রাহুলের প্রতি ক্ষোভ উগরে দেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সোশ্যাল মিডিয়ায় গোয়েঙ্কার চড়া মেজাজের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হতে পারেন তিনি শিল্পপতি কিন্তু এভাবে প্রকাশ্যে আন্তর্জাতিক তারকার সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। নিন্দায় সরব হয়েছেন তারা।

ম্যাচ হেরে মেজাজ ঠিক রাখতে পারেননি লখনউ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হারের পর মাঠেই গোয়েঙ্কা রাগান্বিত মুখে কথা বলছেন লখনউয়ের অধিনায়ক রাহুলের সঙ্গে। হাত নাড়িয়ে প্রবল উত্তেজিতভাবে কথা বলছেন তিনি। রাহুল তাঁকে বোঝানোর চেষ্টা করছিলেন।

কথা শোনা না গেলেও, গোয়েঙ্কা যে আন্তর্জাতিক তারকার প্রতি মেজাজ হারিয়েছিলেন তা স্পষ্ট। লাইভে সে দৃশ্য দেখে ধারাভাষ্যকাররাও একই কথা জানান। সোশ্যাল মিডিয়ায় আবার অনেকে ক্ষোভ উগরে দেন শিল্পপতির উপর। তাদের প্রশ্ন, রাহুলের মতো তারকার যদি এই পরিস্থিতি হয় তাহলে আইএসএল ফাইনাল হারের পরে মোহনবাগানের দিমিত্রি, কামিংসদের কী অবস্থা হয়েছিল!

প্রসঙ্গত, আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট আর আইপিএলে লখনউ সুপার জায়ান্ট দুই দলের মালিকই গোয়েঙ্কা। আইএসএলে বাগান সাফল্য পেলেও আইপিএলে এখনও সাফল্য নেই লখনউ-র। এদিন ১৬৬ রান তাড়া করতে নেমে মাত্র ৯.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় হায়দরাবাদ। ৩০ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন ট্রাভিস হেড এবং ২৮ বলে ৭৫ রানে অপরাজিত অভিষেকশর্মা। প্রথম উইকেটে ১৬৭ রানের পার্টনারশিপ। জয়ের ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল সানরাইজার্স।

ভাইরাল সেই মুহূর্তে
UEFA Champions League:স্বপ্নভঙ্গের রাত বায়ার্নের! হোসেলুর জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়েল
ভাইরাল সেই মুহূর্তে
EPL: ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে হার! ম্যান ইউ ম্যানেজারের পদত্যাগের দাবি সমর্থকদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in